৯ বছরের ক্যারিয়ারে ৩৫টির মত গানে পাওয়া গেছে ব্ল্যাকপিংককে।
হতে সংগৃহিত
দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ‘ব্ল্যাকপিংকের’ যে নতুন অ্যালবামটি আসার কথা ছিল আগামী মাসে, সেটির মুক্তি পিছিয়েছে।
নিউজ এইট্টিন লিখেছে, এর আগে ব্ল্যাকপিংকের প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের কর্ণধার ও প্রযোজক ইয়াং হিয়োন সুক এক ব্লগে লিখেছিলেন, নভেম্বরে অ্যালবামটি প্রকাশিত হবে।
এখন খবর এসেছে রোজ, জেনি কিম, লিসা, জিসু কিমের অ্যালবাম আসছে ডিসেম্বরে।
মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ৯ বছরের ক্যারিয়ারে ৩৫টির মত গানে পাওয়া গেছে ব্ল্যাকপিংককে।
এছাড়া প্রায় তিন বছর ধরে কোনো অ্যালবাম প্রকাশ করেনি ‘ব্ল্যাকপিংক’।
তবে অ্যালবাম মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ওয়াইজি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলছে, অ্যালবামে কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশের দিনক্ষণ জানানো হবে।
বর্তমানে ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ এ ব্যস্ত আছে গানের এই দলটি। ইতিমধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপে পারফর্ম করেছেন দলের সদস্যরা।
আগামীতে রোজ, জেনিদের তাইওয়ান, ব্যাংকক, জাকার্তা, সিঙ্গাপুর, টোকিও, হংকংসহ বেশ কয়েকটি শহরে গাইতে দেখা যাবে। ‘ডেডলাইনের’ এই সফর চলবে আগামী বছর পুরোটা জুড়ে।
‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ‘ব্ল্যাকপিংকের’ প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’।
তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি।
এরপর ২০১৮ সালের শুরুতে আন্তর্জাতিকভাবে নজরে আসে ব্ল্যাকপিংক। ব্রিটিশ শিল্পী ডুয়া লিপার সঙ্গে ব্যান্ডের গাওয়া ‘কিস অ্যান্ড মেকআপ’ গানটি সে বছর সাড়া ফেলে।
২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ শিরোনামের গানটি নতুন করে আলোচনায় আনে দলটিকে।
তাদের সর্বশেষ সাফল্য হল যুক্তরাজ্যের চার্টে শীর্ষস্থান দখল করা। এ দলের পাঁচটি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ কোটি বার দেখা হয়েছে। ৮ কোটির বেশি সাবক্রাইবার রয়েছে তাদের।
২০২২ সালে টাইম ম্যাগাজিনের ‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ হয় কোরিয়ান পপের এই ব্যান্ড দল।
