১৯ থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের পরিচালিত অতিরিক্ত ফ্লাইটগুলোর জন্য এ উদোগ।
হতে সংগৃহিত
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন এয়ারলাইন্স অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। এসব অতিরিক্ত ফ্লাইটের আরোপযোগ্য চার্জ মওকুফের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে অগ্নিকাণ্ড ঘটায় ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটে। এ অবস্থায়, বিমান সংস্থাগুলো কিছু অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়।
“এজন্য ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হল।”
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিন দিন নন শিডিউলড ফ্লাইটগুলোর সব ধরনের চার্জ মওকুফ করার ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার পর এই নির্দেশনার খবর এল।
সাংবাদিকদের উপদেষ্টা বলেছিলেন, “প্রায় ২১টার মত ফ্লাইট ডাইভার্ট ও ক্যান্সেল করতে হয়েছিল। যাত্রী সাধারণের কষ্ট লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি। যার মাধ্যমে আগামী তিন দিন যত নন শিডিউলড ফ্লাইট আসবে, তার সমস্ত খরচ আমরা মওকুফ করে দেব।”
গেল শুক্রবার দুপুরে শাহজালালের আমদানি কার্গো ভিলেজের কুরিয়ার শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরপর ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এসময় শাহজালালে অবতরণ করতে না পেরে ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে অবতরণ করে। প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে রাত ৯টার কিছু পরে ফের ফ্লাইট ওঠানামা শুরু হয়।
