সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার পর এ সতর্কবার্তা দেওয়া হয়।
হতে সংগৃহিত
অগ্নি দুর্ঘটনা এড়াতে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা দপ্তরে বিদ্যুৎ ব্যবহার নিয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সচেতন থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে বিদ্যুতের সুইচ ও এসির প্লাগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে।
ঢাকার শাহজালাল বিমানবন্দরসহ সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার পর রোববার এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক খালিদ হোসেন স্বাক্ষরিত নোটিসে অফিসে থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করা এবং এসির প্লাগ খুলে রাখতে অনুরোধ করা হয়েছে।
গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামের অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে। এরপর ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে লেগে যায় প্রায় সাড়ে ১৭ ঘণ্টা। সবশেষে ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে, যা পুরোপুরি নিভতে ২৭ ঘণ্টা লাগে।
