সিনেমার প্রযোজনা সংশ্লিষ্টরা এখনই বিস্তারিত বলতে চান না।
বিস্তারিত কমেন্টে
ওটিটির জনপ্রিয় সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের সিনেমা ‘দেলুপি’র টিজার প্রকাশ্যে এল।
শুক্রবার বিকেলে প্রকাশিত এ টিজারে দেখা যায়- গ্রামের রাস্তায় দুই ধারে সারি সারি গাছ। সেই পথ ধরে দৌড়াচ্ছেন এক তরুণ। এই দৌড়ের মধ্যেই তার ফোনে একটি কল আসে।
কথোপকথনের ধরন এরকম–
হ্যালো বাবা।
পার্থ তুই কনে?
আমি তো একটু বাইরে আছি।
প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?
কি? প্রধানমন্ত্রী পলাইছে মানে?
২৭ সেকেন্ডের টিজারে পার্থ নামের ওই তরুণ তার বাবার ফোনকলে দেশের এমন জরুরি সংবাদ জানতে পারে।
টিজারে সিনেমাটিতে রাজনৈতিক গল্প তুলে ধরার ইঙ্গিত থাকলেও সিনেমার প্রযোজনা সংশ্লিষ্টরা এখনই বিস্তারিত বলতে চান না। তাদের ভাষ্য, সিনেমাটি শিগগিরই পর্দায় মুক্তি দেওয়া হবে।
‘দেলুপি’ প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। গত সপ্তাহে সিনেমার নাম ঘোষণা করা হয়।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ রাজশাহী শহরকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে।
পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।
এবার তার নতুন যাত্রা বড় পর্দায় ‘দেলুপি’ নিয়ে।
