সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সরকারের আন্তরিকতার কথা জানালেন হাই কমিশনার।
হতে সংগৃহিত
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সেবার মান ও কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মো. নাজমুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে দেশটিতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে হাই কমিশন প্রাঙ্গণে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “প্রবাসীদের সমস্যা সমাধান ও সেবা নিশ্চিত করতে মিশনের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কাজ করছেন।”
সভায় হাই কমিশনার ও সাংবাদিকদের মধ্যে প্রবাসীদের কর্মপরিবেশ, বসবাসের অবস্থা ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ ও হাই কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
মতবিনিময়ে প্রবাসী সাংবাদিকরা তাদের পেশাগত নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। পাশাপাশি ফ্রি ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে একটি বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা, ঢাকা–মালে রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধি এবং মালদ্বীপে বাংলাদেশি পর্যটন বাড়াতে হাই কমিশনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানান তারা।
হাই কমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, “মালদ্বীপে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন, তাদের অনেক সমস্যাও রয়েছে। এসব সমস্যা নিরসনে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসে অবস্থানরত সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীদের সেবায় ও কল্যাণে সরকার যে আন্তরিক, তা আমরা বাস্তবে প্রতিফলিত করতে চাই।”
হাই কমিশনার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এমরান হোসেন তালুকদার, মো. ওমর ফারুক খন্দকার, মো. সোহেল রানা, আব্দুল্লাহ কাদের, মো. রবিউল আলম, আল আমিন, আবু জাহের এবং আনোয়ার হোসেন রাজু।
সভা শেষে সাংবাদিক নেতারা নবাগত হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় হাই কমিশনার প্রবাসীদের কল্যাণে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন মতবিনিময় আয়োজনের আশা প্রকাশ করেন।
