চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
হতে সংগৃহিত
ওটিটির পর্দায় এসেছে নানারকম গল্প ও ঘরানার নতুন বেশ কিছু কনটেন্ট। যেখানে রয়েছে মুক্তিযুদ্ধের বেদনাময় স্মৃতি, সম্পর্কের টানাপোড়েন, খুনের রহস্য আর ভৌতিক আতঙ্ক।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, চরকি, বঙ্গ ও হইচইয়ে দেখা যাচ্ছে এসব সিনেমা ও সিরিজ। চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
জয়ার ‘নকশী কাঁথার জমিন’ আইস্ক্রিনে
একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোতে দুই নারীর জীবনে ঘটে যাওয়া ভয়াবহতা ঘিরে তৈরি হওয়া সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ দেখা যাচ্ছে আইস্ক্রিনে। আকরাম খান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সেঁওতি, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিসহ অনেকে।
এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে।
পরে তারা নকশি কাঁথার বুননে তাদের জীবনের সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তুলেন। রোববার মুক্তি পেয়েছে সিনেমাটি।
চরকিতে মিস্ট্রি-থ্রিলার ঘরানায় ‘গ্যাড়াকল’
প্রেম আর নিয়তির প্যাঁচে জড়িয়ে থাকা গল্পে চরকিতে দেখা যাচ্ছে ফিকশন ‘গ্যাড়াকল’। রাকায়েত রাব্বি পরিচালিত এই ফিকশনে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সামিরা খান মাহি ও আবু হুরায়রা তানভীর, সুষমা সরকার, হুমায়রা স্নিগ্ধা, শিহাব, সাদি শুভসহ অনেকে।
সিনেমার চিত্রনাট্যে দেখা যাবে ছুটি কাটাতে রিমি আর অনিক বেড়াতে যায় এক রিসোর্টে। সেখানে রিমির পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর সঙ্গে। তারা একে-অপরের কাছে আসতে থাকে। ভেঙে পড়তে শুরু করে রিমি-অনিকের সম্পর্ক।
অন্যদিকে মোশতাকেরও তার স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয়। সম্পর্কগুলোর এই জটিলতায় এগিয়ে গেছে ফিকশনটি। বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে এটি।
বঙ্গতে এসেছে মার্ডার মিস্ট্রি সিরিজ ‘গিরগিটি’
অপরাধে ডুবে থাকা বিরলপুরে একের পর এক খুনের ঘটনা ও গোয়েন্দা তদন্তের গল্পে বঙ্গতে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘গিরগিটি’। পাঁচ পর্বের ওয়েব সিরিজটি বানিয়েছেন লস্কর নিয়াজ মাহমুদ। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, মোহনা মীম, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্য, শরীফ সিরাজসহ অনেকে।
এই সিরিজের গল্পে দেখা যাবে একসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর তিনজন লোক খুন হয়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
প্রথমে মনে হয় প্রতিশোধ নিতেই এমন হত্যাকাণ্ড। কিন্ত যত তদন্ত আগায়, রহস্য তত জটিল হয়। এরপর একদিন থানার ভেতরেই ঘটে যায় একটি হত্যাকাণ্ড। বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে সিরিজটি।
ভৌতিক গল্পের ‘নিশির ডাক’ হইচইয়ে
আদিম অভিশাপে ঢাকা এক গ্রামে হঠাৎ জেগে উঠছে অশরীরী আত্না। সেখানে গেলে কেউ বেঁচে ফিরতে পারে না এমনই এক গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘নিশির ডাক’। হইচইয়ে শুক্রবার থেকে দেখা যাচ্ছে সিরিজটি। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন সৃজা দত্ত, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্তসহ অনেকে।
নিশির ডাক’ চিত্রনাট্যে দেখাচ্ছে সোনামুখী গ্রামে যায় ছয়জন পিএইচডি গবেষক। তাদের লক্ষ্য, প্রথিতযশা শাস্ত্রীয় সংগীতশিল্পী নিশিগন্ধা ভাদুড়ীর ওপর গবেষণা করা। সেখানে গিয়ে তারা মুখোমুখি হয় এক বাস্তবতার, যেখানে রাত্রির নিস্তব্ধতায় ভেসে আসে অভিশাপের গল্প।
তারা ইতিহাস খুঁজতে গিয়ে আবিষ্কার করে আতঙ্ক। সেইখানে কেউ গান করতে পারে না। করলেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়।
