প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া মেয়েরা দ্বিতীয়ার্ধে পারেনি কোনো চমক দেখাতে।
সংগৃহিত
বাছাইয়ের বৈতরণী পেরুতে জয়ের কোনো বিকল্প ছিল না আলপি-সুরভিদের সামনে। কঠিন সমীকরণ প্রায় অসম্ভব হয়ে গেল প্রথমার্ধে দুই গোল হজম করে। দ্বিতীয়ার্ধেও মেয়েরা পারল না ঘুরে দাঁড়াতে। চাইনিজ তাইপের কাছে হেরে এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন’স এশিয়ান কাপের বাছাই থেকে ছিটকে গেল বাংলাদেশ।
জর্ডানে হওয়া ‘এইচ’ গ্রুপের বাছাইয়ে শুক্রবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ১-১ ড্র দিয়ে বাছাই শুরু করেছিল মেয়েরা।
জর্ডানকে ৬-১ গোলে উড়িয়ে মূল পর্বের পথে এক পা নিজেদের প্রথম ম্যাচেই দিয়ে রেখেছিল চাইনিজ তাইপে। বাংলাদেশের বিপক্ষেও তারা পায় দারুণ শুরু।
ষষ্ঠ মিনিটে বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে সুরভী রানী ফাউল করলে পেনাল্টি পায় চাইনিজ তাইপে। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন উ-কাই জুয়ান। ৩৪তম মিনিটে ফ্রি কিকে গোলমুখ থেকে টোকায় ব্যবধান দ্বিগুণ করেন ঝং ইয়ুনকিয়ান।
দ্বিতীয়ার্ধেও বদলায়নি দৃশ্যপট। ৬৬তম মিনিটে ইয়াং ই-আইয়ের প্লেসিং শট জালে জড়ালে বাংলাদেশের ফেরার সম্ভাবনা ফিকে হয়ে যায় আরও। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের আরও দুই গোলে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেয় চাইনিজ-তাইপে।
