সৌদি আরবের রিয়াদ থেকে ছেড়ে আসা ফ্লাইটটি ৩৯৬ যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।
বিস্তারিত কমেন্টে
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালামাল রাখার এলাকায় আগুন লাগার ঘটনার পর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে সৌদি আরবের রিয়াদ থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট ঢাকা নামতে না পেরে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার বেলা ৩টা ৩১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটটি ৩৯৬ যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
এর আগে বেলা সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।
তিনি বলেন, বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ২৮টি ইউনিট কাজ করছে। আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, “সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
