ব্যবহারকারীরা আর ডেস্কটপ অ্যাপে লগইন করতে পারবেন না। এর পরিবর্তে তাদের স্বয়ংক্রিয়ভাবে ফেইসবুক ওয়েবসাইটে রিডিরেক্ট করা হবে।
সংগৃহিত
উইন্ডোজ ও ম্যাক-এর জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করে কোম্পানিটি বলেছে, ১৫ ডিসেম্বর থেকে মেসেঞ্জারের এই আলাদা ডেস্কটপ সংস্করণ আর ব্যবহার করা যাবে না।
এরপর থেকে ব্যবহারকারীরা আর ডেস্কটপ অ্যাপে লগইন করতে পারবেন না। এর পরিবর্তে তাদের স্বয়ংক্রিয়ভাবে ফেইসবুক ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে যেখানে অনলাইনে মেসেঞ্জার ব্যবহার করা যাবে।
মেসেঞ্জারের হেল্প পেইজে লেখা হয়েছে, “যদি আপনি ডেস্কটপ অ্যাপ ব্যবহার করেন তাহলে ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হওয়ার পর একটি ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। এরপর আরও ৬০ দিন ম্যাক মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতে পারবেন। ৬০ দিন পার হয়ে গেলে আর অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তাই আমরা পরামর্শ দিচ্ছি, অ্যাপটি মুছে ফেলুন, কারণ এটি আর কার্যকর থাকবে না।”
পরিকল্পনাটি প্রথম নজরে আসে প্রযুক্তি সাইট ‘অ্যাপল ইনসাইডার’ এর প্রতিবেদনে। মেটা এখন ব্যবহারকারীদের আগেভাগে এই পরিবর্তনের ব্যাপারে সতর্ক করছে যাতে তারা বিকল্প উপায়ে মেসেঞ্জার ব্যবহারে অভ্যস্ত হতে পারেন।
উইন্ডোজ ব্যবহারকারীরা ফেইসবুকের ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে পারবেন আর উইন্ডোজ ও ম্যাক উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে মেসেঞ্জারে প্রবেশ করতে পারবেন।
মেটা ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছে তারা যেন ওয়েব সংস্করণে যাওয়ার আগে ‘সিকিওর স্টোরেজ’ অ্যাক্টিভ করে একটি ‘পিন’ সেট করে চ্যাট হিস্ট্রি সংরক্ষণ করেন। একবার ব্যবহারকারীরা ফেইসবুক ডটকম-এ চলে গেলে তাদের আগের সমস্ত হিস্ট্রি সব প্ল্যাটফর্মেই দেখা যাবে।
‘সিকিওর স্টোরেজ’ চালু আছে কি না তা জানতে ব্যবহারকারীরা প্রোফাইল ছবির উপরের সেটিংস আইকনে ক্লিক করে প্রাইভেসি অ্যান্ড সেইফটি > এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস > মেসেজ স্টোরেজ-এ গিয়ে ‘টার্ন অন সিকিওর স্টোরেজ’ অ্যাকটিভ আছে কি না যাচাই করতে পারবেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে নেটিভ মেসেঞ্জার অ্যাপ চালুর এক বছর পর মেটা ‘প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ’ চালু করেছিল। তবে এবার ডেস্কটপ অ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে নিয়মিত ব্যবহারকারীদের একাংশে অসন্তুষ্টি ও প্রতিবাদ দেখা যেতে পারে।
