ভোরে সোয়াত মহাসড়কের একটি টানেলের কাছে ট্রাকটি উল্টে যায়, এতে আরও আটজন আহত হন।
হতে সংগৃহিত
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের সোয়াত জেলায় পাঞ্জাবগামী একটি ট্রাক উল্টে এক পরিবারের অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে সোয়াত মহাসড়কের একটি টানেলের কাছে ট্রাকটি উল্টে যায়, এতে আরও আটজন আহত হন; পাকিস্তানের জরুরি পরিষেবার কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
প্রদেশটির মালাকান্দ বিভাগের জরুরি পরিষেবার মুখপাত্র শফিকা গুল এক বিবৃতিতে বলেছেন, “বৃহস্পতিবার সকালে সোয়াত মহাসড়কের ৩ নম্বর টানেলের কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকে থাকা এক পরিবারের অন্তত ১৫ জন নিহত হন এবং আরও আটজন আহত হন।”
নিহতদের মধ্যে পুরুষের পাশাপাশি শিশু ও নারী রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়েছে, “পরিবারটি বাহরাইন তেহশিলের গারবাল এলাকা থেকে পাঞ্জাবে যাওয়ার সময় শোচনীয় এই দুর্ঘটনায় পড়ে।”
ওই মুখপাত্র জানান, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে, এ সময় হাইওয়ে পুলিশ তাদের সঙ্গে ছিল।
আহতদের নিকটবর্তী বাতখেলার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আহতদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাদের সোয়াতের হাসপাতালে পাঠানো হয়েছে।
