“ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে জমায়েত করা হচ্ছে।”
হতে সংগৃহিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে পোলিং এজেন্টদের ছবি সংবলিত ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী।
বৃহস্পতিবার ভোট শুরুর কিছুক্ষণ পরই ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির এই অভিযোগের কথা বলেন।
তিনি বলেন, “ভোটকেন্দ্রে পোলিং এজেন্টরা তালিকা দেখতে চাইলে তা দেখানো বাধ্যতামূলক। আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।”
আবির আরও বলেন, “ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে জমায়েত করা হচ্ছে।”
ছাত্রদল মনোনীত এই প্রার্থী সতর্ক করে বলেন, “নির্বাচনে কোনো অনিয়ম হলে তা প্রতিহত করা হবে।”
অন্যদিকে, একই প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটের ‘পরিবেশ সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন।
