সালমানের আগামী সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমাতে অরিজিৎ প্লেব্যাক করেছেন।
হতে সংগৃহিত
ভারতীয় সংগীত শিল্পী অরিজিৎ সিংয়ের যে দীর্ঘ দ্বন্দ্ব চলেছিল এক সময়ে, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন বলিউডের সুপারস্টার সালমান খান।
সালমানের ভাষ্য, অরিজিতের সঙ্গে ভুল বোঝাবুঝির বিষয়টি ‘তার দিক থেকেই হয়েছিল’।
এর মধ্যে অতীত বিবাদ ভুলে ‘টাইগার ৩’ সিনেমা অরিজিৎকে দিয়ে সালমান গান গাইয়েছিলেন ঠিকই, তবে গায়কের সঙ্গে সমীকরণের অবনতি হওয়া নিয়ে মুখ খোলেননি তিনি।
বলিউড হাঙ্গামা লিখেছে, এই প্রথমবার ‘বিগ বস ১৯’-এর মঞ্চে ‘উইকেন্ড কা বার’ পর্বে ভাইজান মেনে নিলেন ভুলটা তার পক্ষ থেকেই হয়েছিল।
দীর্ঘ ৯ বছর সালমান ও অরিজিতের মুখ দেখাদেখি বন্ধ ছিল। একসঙ্গে কাজ তো দূরের কথা, এড়িয়ে চলতের একে অপরকে।
কমেডিয়ান রবি গুপ্তার সঙ্গে কথোপকথনে সালমান খান বলেন, “অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই হয়েছে। ওই ঘটনার পরও অরিজিৎ আমার জন্যে গান গেয়েছে। ‘টাইগার ৩’ সিনেমায় তার গান আছে।”
সালমানের আগামী সিনেমা ‘ব্যাটল অব গালওয়ানে’ অরিজিৎ প্লেব্যাক করেছেন বলে জানিয়েছেন অভিনেতা।
বিরোধ মেটাতে অরিজিৎ অবশ্য তার পক্ষ থেকে উদ্যোগী হন আরও দুই বছর আগেই।
সমস্যার শুরু ২০১৬ সালে। ওই বছর একটি অ্যাওয়ার্ড শোতে সেরা গায়কের পুরস্কার দেওয়া হয় অরিজিৎকে। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সালমান। সেদিন সেরা গায়কের পুরস্কার ঘোষণার পরেও মঞ্চে আসতে কিছুটা দেরি করেন অরিজিৎ। কারণ, দর্শকাসনে বসে ঘুমিয়ে পড়েছিলেন তিনি।
ঘুম চোখে মঞ্চে উঠবার পর ভাইজান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, “ঘুমিয়ে গিয়েছিলে?”
পাল্টা জবাবে অরিজিৎ বলেন, “কী করব, আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন।”
সেই সময় সালমান বলেন, “এমন গান গাইলে দর্শকও ঘুমিয়ে পড়বে।”
গায়কের উত্তরকে সালমান স্বাভাবিকভাবে নিতে পারেননি সেদিন। তার মনে হয়েছিল সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। এই ঘটনার পরই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। অরিজিৎ অবশ্য পরে ভাইজানের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা মেলেনি।
এরপর থেকে অরিজিৎ আর ভাইজানের কোনো সিনেমাতে গাননি। এমনকি সালমানের বেশকিছু সিনেমায় অরিজিৎকে নেওয়ার কথা ভাবলেও অভিনেতা না করেছেন বলে শোনা গেছে।
