গত এক দশকের বেশি সময় ধরে এ ধারা চলছে।
হতে সংগৃহিত
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গত কয়েক বছরের মত এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে ছাত্রীরা।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিলেন ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। তাদের মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, অর্থাৎ ৬২ দশমিক ৯৭ শতাংশ পাস করেছেন।
আর ৬ লাখ ১১ হাজার ২১৫ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, যার হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।
চলতি বছর যে ৬৯ হাজার ৯৭ পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৩৭ হাজার ৪৪ জন। আর ছাত্র ৩২ হাজার ৫৩ জন। সেই হিসাবে, ছাত্রদের চাইতে ৪ হাজার ৯৯১ জন বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছেন।
গত বছর ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮০ হাজার ৯৩৩ জন আর ছাত্রদের ক্ষেত্রে এই সংখ্যা ছিল ৬৪ হাজার ৯৭৮ জন।
এর আগে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের মধ্যে ৪৯ হাজার ৩৬৫ জন জিপিএ-৫ পেয়েছিলেন। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া ছাত্রের সংখ্যা ছিল ৪৩ হাজার ২৩০। সেবার ছাত্রদের চাইতে ৬ হাজার ১৩৫ জন জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছিলেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৫৮ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। এবার পাসের হার গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন।
২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর সর্বমোট জিপিএ ৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।
