মাইক্রোসফট বলেছে, ফটোরিয়ালিস্টিক ছবি তৈরির পাশাপাশি ছবিতে প্রাকৃতিক আলো, দৃশ্যপট ও সূক্ষ্ম বিবরণ নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে মডেলটি।
হতে সংগৃহিত
প্রথমবারের মতো নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ছবি তৈরির মডেল উন্মোচন করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের ওপর নির্ভরতা কমিয়ে আনতে কোম্পানিটি ‘এমএআই-ইমেজ-১’ নামের ছবি তৈরির নিজস্ব এআই মডেল উন্মোচন করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, বিশেষভাবে সক্ষম ও বাস্তবসম্মত বা ফটোরিয়ালিস্টিক ছবি তৈরি করতে পারে এ নতুন মডেলটি। পাশাপাশি মডেলটি ছবিতে প্রাকৃতিক আলো, দৃশ্যপট ও সূক্ষ্ম বিবরণ নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। বর্তমানে ‘এলএমঅ্যারেনা’ প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে মডেলটি।
কোম্পানিটি বলেছে, ‘খুব শিগগির’ই মডেলটি কোপাইলট ও বিংয়ের ‘ইমেজ ক্রিয়েটর’-এ চালুর পরিকল্পনা করছে মাইক্রোসফট, যাতে আরও বাস্তবধর্মী ও মানসম্পন্ন ছবি তৈরি করতে পারেন ব্যবহারকারীরা।
প্রথমবারের এই গ্রীষ্মে ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা থেকে কিছুটা সরে এসেছে মাইক্রোসফট। ওই সময় নিজেদের তৈরি ও প্রশিক্ষিত ‘এমএআই-ভয়েস-১’ ও ‘এমএআই-১-প্রিভিউ’ নামের দুটি নতুন এআই মডেল উন্মোচন করেছিল কোম্পানিটি।
ওই সময় মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেইমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোম্পানির সামনে রয়েছে ‘আগামী পাঁচ বছরের বিশাল এক পরিকল্পনা’, যেখানে প্রতিটি প্রন্তিকেই বড় বিনিয়োগ করছে তারা।
এখন পর্যন্ত নিয়মিতভাবে নতুন নতুন মডেল উন্মোচন করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে স্থির ও দ্রুত অগ্রসর হওয়ার বিষয়টি ধরে রেখেছে মাইক্রোসফট।