নতুন বিধিনিষেধে টিনএজাররা এখন থেকে ‘অ্যালকোহল’ বা ‘গোর’-এর মতো শব্দের ভুল বানান করা সংস্করণ লিখে দিয়েও কিছু সার্চ করতে পারবে না।
হতে সংগৃহিত
টিন অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিং আরও কঠোর করছে ইনস্টাগ্রাম। এর আওতায় টিনএজ ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতাকে আরও নিরাপদ করতে তারা কী ধরনের কনটেন্ট দেখতে পারবে এর ওপর নতুন নিয়ম চালু করেছে প্ল্যাটফর্মটি।
নতুন নিয়মে এখন থেকে বয়সে কিছুটা বড় টিনএজার ব্যবহারকারীরাও তাদের মা-বাবা বা অভিভাবকের অনুমতি ছাড়া ডিফল্ট হিসেবে ইনস্টাগ্রামের এ কঠোর সেটিংস থেকে বেরিয়ে যেতে পারবে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
প্রায় এক বছর আগে ইনস্টাগ্রামে ‘টিন অ্যাকাউন্ট’ চালু করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা, যেখানে টিনএজ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে টিন অ্যাকাউন্টে বদলে দেয় কোম্পানিটি। এ অ্যাকাউন্টে রয়েছে কঠোর প্রাইভেসি সেটিং, যেখানে মা-বাবা তাদের সন্তানদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারেন।
সম্প্রতি একই ধরনের টিন অ্যাকাউন্ট ফিচার ফেইসবুক ও মেসেঞ্জারেও চালু করেছে মেটা। এ ছাড়া, কোম্পানিটি এখন এআই প্রযুক্তি ব্যবহার করে বয়স নিয়ে মিথ্যা বলা টিনএজ ব্যবহারকারীদের শনাক্ত করছে, যাতে তাদেরও টিন অ্যাকাউন্টের আওতায় আনা যায়।
এরই ধারাবাহিকতায় নতুন এ পরিবর্তন এল। এর ফলে ‘নিয়মিত বয়স-অনুপযোগী কনটেন্ট শেয়ার করে’ এমন আর কোনো অ্যাকাউন্টকে ফলো করতে বা তাদের কনটেন্ট দেখতে পারবে না টিনএজাররা।
এ ছাড়া, মেটা বলেছে, এ ধরনের বিভিন্ন অ্যাকাউন্টকে টিনএজারদের ‘রেকমেন্ডেশন’ বা সার্চ ফলাফলেও আর দেখাবে না কোম্পানিটি।
নতুন বিধিনিষেধে টিনএজাররা ‘অনুপযোগী বা প্রাপ্তবয়স্ক কনটেন্ট দেখতে পারবে না। এর আওতায় এখন থেকে ‘অ্যালকোহল’ বা ‘গোর’-এর মতো শব্দের ভুল বানান করা সংস্করণ লিখে দিয়েও কিছু সার্চ করতে পারবে না তারা।
এ ক্ষেত্রে, কোনো বন্ধু বা ফলো করা অ্যাকাউন্টও যদি এ ধরনের ‘অনুপযোগী’ পোস্ট শেয়ার করে তাহলেও সেটি টিনএজ ব্যবহারকারীদের দেখতে দেবে না ইনস্টাগ্রাম, সেই পোস্টটি ডাইরেক্ট মেসেজ বা ডিএম করে টিনএজারদের পাঠানোর বেলাতেও একই নিয়ম প্রযোজ্য।
মেটার বিভিন্ন অ্যাপে টিনএজ ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে টিন অ্যাকাউন্ট চালু হলেও এসব পদক্ষেপকে অনেকেই অপর্যাপ্ত বলে সমালোচনা করেছেন।
সাম্প্রতিক এক প্রতিবেদনে নিরাপত্তা সংগঠন ‘হিট ইনিশিয়েটিভ’ বলেছে, ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট ব্যবহার করা টিনএজরারা এখনও উদ্বেগজনক হারে অনিরাপদ কনটেন্ট ও অচেনা ব্যক্তির অবাঞ্ছিত বার্তার সম্মুখীন হচ্ছে।
এদিকে, এ প্রতিবেদনের সমালোচনা করে মেটা বলেছে, বিষয়টি ‘খুবই পক্ষপাতমূলক’ বিশ্লেষণ।