মঙ্গলবারের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের এবং সব প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
হতে সংগ্রহিত
ঢাকা কলেজের শিক্ষকদের ওপর ‘হামলার’ অভিযোগে শিক্ষকরা দেশের সব সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের এবং সব প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা আলাদা বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণবশত’ পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানানো হয়।
একটি বিজ্ঞপ্তিতে মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানানো হয়। বলা হয়, স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
আরেক বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের মঙ্গলবারের গণিত ও উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক ষষ্ঠ পত্রের পরীক্ষা স্থগিত করে ২৮ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে।
ঢাকার সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়ার মধ্যে সোমবার ঢাকা কলেজে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এর প্রতিবাদে দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ডাক দেয় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।
এর অংশ হিসেবে মঙ্গলবার দেশের সব সরকারি কলেজে শিক্ষকদের শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয় সংগঠনের এক বিবৃতিতে।
