বেলুনগুলি গোদাগাড়ীর সাফিনা পার্কে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
রাজশাহীর গোদাগাড়ীতে গ্যাস বেলুনের বিস্ফোরণে ব্যাটারিচালিত ইজিবাইকের সাত যাত্রী দগ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কলিপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
আহতদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫) ও জলসরি (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭), নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) এবং রনি আহমেদ (২২)।
আহত তানোরের সখিনা ও গোদাগাড়ীর রায়হান স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, গোদাগাড়ী থেকে আমনুরাগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে প্রায় ৪০টি গ্যাস বেলুন বাঁধা ছিল। বেলুনগুলি গোদাগাড়ীর সাফিনা পার্কে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
কিন্তু কলিপুর এলাকায় পৌঁছাতেই হঠাৎ বেলুনগুলো বিস্ফোরিত হয়। এ সময় মুহূর্তেই ইজিবাইকে আগুন ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা দগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে সাতজনকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে থেকে গুরুতর আহত পাঁচজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, “আহতদের বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
“তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।”
