বুধবার পুলিশি জিজ্ঞাসাবাদের জেরে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।
হতে সংগৃহিত
পুলিশি হয়রানির অভিযোগ তুলে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) বিক্ষোভে নেমেছেন পোশাক রপ্তানিকারক প্যাসিফিক গ্রুপের শ্রমিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কারখানা থেকে বেরিয়ে সিইপিজেডের ৫ ও ৭ নম্বর সেক্টরে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
শ্রমিকরা জানান, সকালে প্যাসিফিক গ্রুপের ‘জিন্স ২০০০’ এর শ্রমিকরা প্রথমে বিক্ষোভ শুরু করেন। এরপর তাতে যোগ দেন একই গ্রুপের মালিকানাধীন ‘ইউনিভার্সেল জিন্স’, ‘প্যাসিফিক জিন্স’ এবং ‘এনএইচপি’ ফ্যাশনের শ্রমিক-কর্মচারীরা।
বিক্ষোভকারী শ্রমিকদের কয়েকজন জানান, চলতি বছরের জানুয়ারিতে প্যাসিফিক গ্রুপের প্রধান প্রতিষ্ঠান ‘প্যাসিফিক জিন্সের’ শ্রমিকরা মজুরি বাড়ানোসহ সাত দফা দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করেছিলেন। পরে সেগুলো মালিকপক্ষ মেনে নিয়েছিল।
ওই ঘটনায় শিল্প পুলিশ বাদী হয়ে বাস ভাংচুর ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মামলা করেছিল।
ওই মামলায় বুধবার ‘জিন্স ২০০০’ কারখানার শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর পরদিনই ‘পুলিশি হয়রানির’ অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভরত চার প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিকের সংখ্যা প্রায় ১৫ হাজার।
জানতে চাইলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সিইপিজেড অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা বিক্ষোভ করছে। বেপজার পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
“শিল্প পুলিশ মামলা করেছিল। আমরা শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করছি।”
বেলা দেড়টার দিকে শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের সাথে আলাপ করছি। পরে আপনাদের বিস্তারিত জানাতে পারব।”
বেলা ১টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দলও উপস্থিত হয়।
