পেরোভস্কাইট উপাদানের রাসায়নিক গঠন ও তিন স্তরের ডিজাইন নতুনভাবে সাজিয়ে সৌর প্যানেলের এই নতুন রেকর্ড করেছেন গবেষকরা।
হতে সংগৃহিত
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন এক নতুন ধরনের সৌর প্যানেল তৈরি করেছেন, যা আগের যে কোনো সৌর প্যানেলের কার্যকারিতার রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি তাদের।
এ সফলতা এসেছে ‘পেরোভস্কাইট’ নামের এক বিশেষ উপাদান ব্যবহার করে, যেটিকে অনেকে ‘অলৌকিক পদার্থ’ বলে বর্ণনা করেছেন। উপাদানটি ভবিষ্যতে টেলিযোগাযোগ থেকে শুরু করে পরিবেশবান্ধব জ্বালানির মতো নানা ক্ষেত্রে বড় রকমের উন্নতি ঘটাতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
তিন স্তরের সৌর কোষ দিয়ে এ সৌর প্যানেল তৈরি করেছেন ‘ইউনিভার্সিটি অফ সিডনি’র একদল গবেষক, যেখানে দুইটি পেরোভস্কাইট ও একটি সিলিকনের স্তর রয়েছে। প্যানেলটি সূর্যের আলো থেকে ২৭.০৬ শতাংশ বিদ্যুৎ তৈরি করতে পারে। পাশাপাশি এ প্রযুক্তিতে ব্যবহৃত উপাদানটি কতটা টেকসই তারও নতুন মানদণ্ড তৈরি করেছে গবেষণা দলটি।
এ গবেষণার নেতৃত্ব থাকা ও ‘ইউনিভার্সিটি অফ সিডনি’র ন্যানো ইনস্টিটিউট ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনিতা হো-বেইলি বলেছেন, “সৌরবিদ্যুৎ নিয়ে গবেষণার রোমাঞ্চকর এক সময় এটি।
“এরইমধ্যে পেরোভস্কাইট থেকে ইঙ্গিত মিলেছে, কেবল সিলিকন দিয়ে যা সম্ভব ছিল তার চেয়েও বেশি কার্যকারিতা আমরা পেতে পারি। এসব উন্নতির মানে, আরও কার্যকর ও পরিবেশবান্ধব সৌরশক্তি এখন হাতের নাগালে, যা ভবিষ্যতে পৃথিবীকে আরও সবুজ ও টেকসই করে তুলবে।”
বর্তমানে সৌরবিদ্যুৎ গবেষণায় বেশি ব্যবহৃত হচ্ছে পেরোভস্কাইট। উপাদানটিকে যখন সিলিকনের সঙ্গে স্তরে স্তরে বসানো হয় তখন সূর্যের আলো থেকে তা আরও বেশি শক্তি ধরতে পারে, যা প্রচলিত সৌর প্যানেলে ব্যবহৃত সিলিকনের চেয়ে বেশি।
তবে এ নতুন প্রজন্মের পেরোভস্কাইট কম খরচে কার্যকর হলেও তা ল্যাবের বাইরে বড় পরিসরে ব্যবহার করা কঠিন। কারণ এটি প্রচলিত সিলিকনভিত্তিক সৌর প্যানেলের তুলনায় খোলা পরিবেশে দ্রুত নষ্ট হয়ে যায়।
পেরোভস্কাইট উপাদানের রাসায়নিক গঠন ও তিন স্তরের ডিজাইন নতুনভাবে সাজিয়ে সৌর প্যানেলের এই নতুন রেকর্ড করেছেন গবেষকরা।
সৌর কোষে আগে সেসব ত্রুটি বা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সমস্যা ছিল তা কমিয়ে এনেছে সিডনির বিজ্ঞানীদের এসব উন্নতি, যা প্রযুক্তিটিকে বাণিজ্যিক ব্যবহারের দিকে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ এক ধাপ।
অধ্যাপক হো-বেইলি বলেছেন, “আমরা এসব সৌর কোষের কর্মসক্ষমতা ও স্থায়িত্ব– দুটি বিষয়ই উন্নত করেছি।”
পরীক্ষায় দেখা গিয়েছে, ৪০০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোতে চাললেও নিজের কার্যকারিতার ৯৫ শতাংশ ধরে রাখতে পেরেছে নতুন সৌর প্যানেলটি।
‘টেইলরিং ন্যানোস্কেল ইন্টারফেইস ফর পেরোভস্কাইট-পেরোভস্কাইট-সিলিকন ট্রিপল-জংশন সোলার সেলস’ শিরোনামে গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার ন্যানোটেকনোলজি’তে।
