মাসের মাঝামাঝি মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়া শুরু করতে পারে।
হতে সংগৃহিত
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশেই ‘আরও কয়েকদিন’ বৃষ্টি ঝরার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার রাজধানীতে এক পশলা বৃষ্টি হওয়ার পর আকাশ কিছুটা পরিষ্কার হতে দেখা গেছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে। ১২-১৩ তারিখ পর্যন্ত প্রতিদিনই অল্প হলেও বৃষ্টি হতে পারে। এরপর ১৪-১৫ তারিখের দিকে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়া শুরু করতে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ভোর ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুর জেলায় ৮১ মিলিমিটার।
এছাড়া, পটুয়াখালীর খেপুপাড়ায় ৭২, ময়মনসিংহে ৬০, মোংলায় ৪০ এবং রাজধানী ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে; ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
