ন্যানো বানানা অপশনটি চালু করলে প্রথমেই একটি অ্যানিমেটেড ইন্ট্রোডাকশন দেখা যাবে, যেখানে ব্যবহারকারীকে বলা হবে ‘ক্যাপচার, ক্রিয়েট অ্যান্ড শেয়ার’।
হতে সংগৃহিত
গুগলের এআই দুনিয়ায় নতুন সংযোজন হিসেবে ‘ন্যানো বানানা’ দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে। গুগল এখন ন্যানো বানানায় আরও বেশি ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে। এখন শুধু সার্চ এআই মোডেই নয়, ‘গুগল লেন্স’ এবং ‘সার্কেল টু সার্চ’ ফিচারেও যুক্ত হতে যাচ্ছে ফিচারটি।
গত কয়েক সপ্তাহ ধরে ন্যানো বানানা নিয়ে ব্যাপক আলোচনা চলছে, কারণ এটি গুগলের অন্যান্য এআই টুলের তুলনায় অনেক বেশি সৃজনশীল ও কার্যকরী ফলাফল দিতে পারছে। যদিও কিছু ক্ষেত্রে এর অ্যাসপেক্ট রেশিও সামলাতে সামান্য সমস্যা দেখা গেছে, তবুও টুলটি ব্যবহারকারীদের কাছে দারুণ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অথরিটি লিখেছে, যদিও এখনই সাধারণ ব্যবহারকারীরা এসব পরিবর্তন দেখতে পাবেন না তবুও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে থাকা ফিচারগুলোর প্রিভিউ পাওয়া গেছে।
নতুন আপডেটে দেখা যায়, গুগল লেন্সের ইন্টারফেইসে বড় পরিবর্তন আসছে। বর্তমান সার্চ ও ট্রান্সলেট অপশনের পাশাপাশি যুক্ত হচ্ছে লাইভ ও ন্যানো বানানা ক্রিয়েট অপশন।
ন্যানো বানানা অপশনটি চালু করলে প্রথমেই একটি অ্যানিমেটেড ইন্ট্রোডাকশন দেখা যাবে, যেখানে ব্যবহারকারীকে বলা হবে ‘ক্যাপচার, ক্রিয়েট অ্যান্ড শেয়ার’ অর্থাৎ ছবি তুলে তাতে পরিবর্তন এনে শেয়ার করার আহ্বান।
এরপর ব্যবহারকারী চাইলে ছবিতে যেসব এডিট বা পরিবর্তন চান, তা বর্ণনা করতে পারবেন। ন্যানো বানানা সেই নির্দেশনা অনুযায়ী ছবিতে এআই-নির্ভর পরিবর্তন আনবে একদম গুগলের সার্চ এআই মোডের মতোই।
এখানেই শেষ নয়, গুগল সার্কেল টু সার্চ ফিচারেও ন্যানো বানানা সংযোজনের কাজ করছে। যদিও এই সংস্করণটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং সম্পূর্ণ কার্যকর নয়, তারপরও নতুন ক্রিয়েট অপশনটি ইন্টারফেইসে দৃশ্যমান হয়েছে। আপাতত এটি ব্যবহারযোগ্য না হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে গুগল এই ফিচারটিকে আরও বেশি জায়গায় বিস্তৃত করতে চায়।
অ্যান্ড্রয়েড অথরিটি লিখেছে, ন্যানো বানানাকে শুধু একটি পরীক্ষামূলক টুল নয়, বরং গুগলের এআই ইকোসিস্টেমের কেন্দ্রীয় অংশে রূপান্তর করার চেষ্টা চলছে। শিগগিরই হয়তো গুগল লেন্স ও সার্চে ব্যবহারকারীরা এই ফিচারের উন্নত সংস্করণ ব্যবহার করতে পারবেন।
গুগলের পক্ষ থেকে যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে এসব আপডেট ইঙ্গিত দিচ্ছে ন্যানো বানানা শিগগিরই গুগলের পরবর্তী বড় এআই বিপ্লবের অংশ হতে যাচ্ছে।
