মানিকগঞ্জে পাঁচ লাখ টাকার চুক্তিতে তিনজনকে ভাড়া করে এক ব্যবসায়ী নিজ দোকানে সোনা লুটের পরিকল্পনা করেন বলে দাবি পুলিশের।
হতে সংগৃহিত
মানিকগঞ্জে গ্রাহকদের রক্ষিত স্বর্ণ আত্মসাতের জন্য ‘ডাকাতির নাটক’ সাজানোর অভিযোগে এক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৯ ভরি সাত আনা সোনা।
ওই ব্যবসায়ী পাঁচ লাখ টাকার চুক্তিতে তিনজনকে ভাড়া করে নিজ দোকানেই সোনা লুটের পরিকল্পনা সাজিয়েছিলেন বলে দাবি মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রোববার রাত দেড়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কান্দা পৌলী, বাসস্ট্যান্ডের একটি হোটেল ও শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- দোকান মালিক শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), শরীফ খান (২২), সবুজ মিয়া (২৭) এবং সোহান মিয়া (২১)।
এর আগে শনিবার মধ্যরাতে শহরের স্বর্ণালংকার পট্টি এলাকায় অবস্থিত ‘অভি অলঙ্কার’ দোকানে লুটের ঘটনা ঘটে। পরে সিসিটিভি ভিডিওতে দেখে যায়, দুই ব্যক্তি দোকানে ঢুকে মালিক শুভ দাসকে ছুরিকাঘাত করেন। পরে দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দোকান মালিকসহ পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, “দোকান মালিক শুভ দাস পাঁচ লাখ টাকার চুক্তিতে তিনজনকে ভাড়া করেন। পরিকল্পনা অনুযায়ী, তারা দোকানে প্রবেশ করে শুভ দাসকে সামান্য ছুরিকাঘাত করে স্বর্ণালংকার লুটের ‘নাটক সাজান’।
“লুট হওয়া ৩৯ ভরি সাত আনা স্বর্ণ আসলে দোকান মালিক শুভ দাস নিজেই গোপনে সংরক্ষণ করেছিলেন। ছুরিকাঘাতের ঘটনাটিও ছিল পূর্ব পরিকল্পিত, যাতে পুরো ঘটনাকে বিশ্বাসযোগ্য করা যায়।”
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।