“আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।”
হতে সংগৃহিত
বহু জল্পনার পর অবশেষে সত্যিটা নিজেই জানালেন ভারতের হিন্দি সিনেমার নায়িকা ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে এই সুখবর দিয়েছেন।
ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে। স্ত্রীর স্ফীতোদর ছুঁয়ে আছেন ভিকি।
ক্যাপশনে লিখেছেন, “আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।”
এনডিটিভি লিখেছে, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন অভিনেত্রী। সন্তানের সঙ্গে থেকে নিজেই তার দেখাশোনা করবেন বলে ঠিক করেছেন।
বলিউডি নায়িকারা ছাদনাতলায় যাওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীরা মুখিয়ে থাকেন তাদের ‘মা’ হওয়ার খবর পেতে। অনেক সময় সত্যি খবরের চাইতে গুজবই ওড়ে বেশি, যা হয়েছে নায়িকা ক্যাটরিনা কাইফের বেলাতেও।
ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে গত কয়েক বছর ধরে।
তবে গত কয়েকমাস এই গুঞ্জন আরো জোরালো হয়। এর কারণ কয়েকটি অনুষ্ঠান এবং বিমানবন্দরে ঢিলেঢালা পোশাক পরতে দেখা গেছে ক্যাটরিনাকে।
এছাড়া সোমবার সন্ধ্যায় ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে একা হাজির হয়েছিলেন ভিকি।
এখন এই দম্পতি জানালেন, তাদের সংসার আলো করে আসছে নতুন অতিথি।
রাজস্থানে সাতশ বছরের পুরনো এক রাজপ্রাসাদে জমকালো আয়োজনে ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি কৌশল।