বাইটড্যান্স ও আলিবাবা’সহ বেশ কয়েকটি কোম্পানিকে এনভিডিয়ার ‘আরটিএক্স প্রো ৬০০০ডি’ নামের চিপ পরীক্ষা ও অর্ডার বন্ধ করতে নির্দেশ দিয়েছে চীন।
হতে সংগৃহীত
বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার কৃত্রিম বৃদ্ধিমত্তা বা এআই চিপ কেনা বন্ধ করতে বলেছে চীন।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও বেইজিংয়ের মধ্যে ‘বড় পরিসরের কিছু বিষয় রয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন’। তার এমন খবর প্রকাশের পরই চীনের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা দেশটির শীর্ষ বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে এনভিডিয়ার তৈরি এআই চিপ কেনা বন্ধ করতে ও আগের সব অর্ডার বাতিল করতে বলল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বিভিন্ন সময়ে চীনের উন্নত চিপ ব্যবহারে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। এর জবাবে বেইজিং দেশীয় বিভিন্ন কোম্পানিকে আমেরিকান সরবরাহকারীদের থেকে মুখ ফিরিয়ে নিতে বলেছে। ফলে এনভিডিয়ার মতো শীর্ষ মার্কিন বিভিন্ন কোম্পানি ক্ষতির মুখে পড়তে পারে।
কয়েকদিন আগে এনভিডিয়ার বিরুদ্ধে চীনের প্রতিযোগিতা-বিরোধী আইন ভাঙার অভিযোগ তোলে দেশটির নিয়ন্ত্রক সংস্থা, যেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চলমান বাণিজ্য যুদ্ধে উত্তেজনা আরেক ধাপ বাড়িয়েছে।
একই সময়ে, স্পেনের মাদ্রিদে চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা চলাকালে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট তিনজন সূত্রের বরাত দিয়ে বুধবার ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে লিখেছে, বাইটড্যান্স ও আলিবাবা’সহ বেশ কয়েকটি কোম্পানিকে এনভিডিয়ার ‘আরটিএক্স প্রো ৬০০০ডি’ নামের চিপ পরীক্ষা ও অর্ডার বন্ধ করতে নির্দেশ দিয়েছে চীনের ‘সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন’।
এ বিষয়ে লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে হুয়াং বলেছেন, “কোনো দেশ যদি আমাদের চায় তবেই আমরা কেবল সেই বাজারে সেবা দিতে পারি।
“যা দেখছি তাতে আমি হতাশ। তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও বড় কিছু বিষয় রয়েছে, যেগুলো তাদের নিজেদেরই মীমাংসা করতে হবে। আর আমি সেটি নিয়ে ধৈর্য ধরছি। তবে চীনা সরকার ও দেশটির বিভিন্ন কোম্পানি যদি চায় আমরা তাদের সহায়তা দেওয়া চালিয়ে যাব।”
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি আলিবাবা, বাইটড্যান্স ও চীনের ‘সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন’।
