আইফোন ১৭ প্রো ম্যাক্স

 

আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল সম্পর্কে কুক বলেছেন, এ ফোনটিতে থাকবে “আমাদের তৈরি করা এখন পর্যন্ত সবচেয়ে ভালো ক্যামেরা সিস্টেম”।

ফোনটির সামনের দিকে রয়েছে ১৮ মেগাপিক্সেলের ‘সেন্টার স্টেজ’ ক্যামেরা। পেছনে রয়েছে তিনটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও একশ মিলিমিটার ফোকাসে চার গুন জুম সুবিধা। ২০০ মিলিমিটার ফোকাসে রয়েছে আট গুণ জুম, যা অনেক দূর পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে সাহায্য করবে।

‘টেট্রা প্রিজন’ টেলিফটো ক্যামেরার সঙ্গে রয়েছে উন্নত সেন্সর ইমেজ স্ট্যাবিলাইজেশন সিস্টেম, যা ভিডিও ও ছবিতে ঝাঁকির ফলে ছবি বা ভিডিও ঝাপসা হওয়ার ঝুকি কমিয়ে আনবে। এ ফোনের দাম এক হাজার একশ ৯৯ ডলার।

 

নতুন কোন মডেলের দাম কতো

 

 

আইফোন ১৭ প্রো

 

‘আমাদের লক্ষ্য ছিল অনেকটাই এগিয়ে থেকে সবচেয়ে সহজ আইফোন ১৭ প্রো বানানো,” বলেছেন কুক। আর এভাবেই তিনি পরিচয় করিয়ে দিলেন ‘আইফোন ১৭ প্রো’-এর সঙ্গে।

প্রতিবারই অ্যাপল সিইও যে কথাটি বলেন, সেটি এবারও বললেন টিম কুক। “আইফোন ১৭ প্রো এখন পর্যন্ত সবচেয়ে উন্নত আইফোন”।

এবার অ্যাপল বেশ গুরুত্ব দিচ্ছে ফোনটির ‘থার্মাল ম্যানেজমেন্ট’-এর দিকে। ফোনের ভেতরে ‘ডি-আয়নাইজড’ পানি ব্যবহার করা হয়েছে, যা তাপ কমাতে সাহায্য করবে। পাশাপাশি রয়েছে নতুন ‘plateau’ ডিজাইন, যা তাপ ছড়িয়ে দিতে সাহায্য করবে। তবে এটি ফোনটিকে সম্ভবত একটু মোটা ও ভারী করে তুলেছে।

এ উন্নত কুলিং সিস্টেমের ফলে ফোনটি আগের যে কোনো আইফোনের চেয়ে বেশি স্পিডে ও স্থিতিশীলভাবে পারফর্ম করতে পারবে।

সামনের দিকে রয়েছে ১৮-মেগাপিক্সেল ‘সেন্টারস্টেজ’ ক্যামেরা, যার দেখার সীমানা আরও প্রশস্ত ও রেজোলিউশন আগের চেয়ে বেশি। ফোনের পেছনে রয়েছে তিনটি ৪৮-মেগাপিক্সেল ‘ফিশন’ ক্যামেরা, যার প্রতিটিই আপডেট করা ইমেজিং প্রযুক্তির মাধ্যমে কাজ করে। ফলে ছবিতে পাওয়া যাবে আরও বেশি ডিটেইল, গভীরতা ও সঠিক রং।

এ ক্যামেরা সেটআপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, আইফোন ১৭ প্রো’কে সিরিয়াসলি প্রো-লেভেল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য তৈরি করেছে অ্যাপল। আইফোন ১৭ পো-এর দাম এক হাজার ৯৯ ডলার।

 

আইফোন এয়ার-এর ক্যামেরা

 

এতেও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ‘ফিশন’ ক্যামেরা সিস্টেম। যার মধ্যে আছে ২x টেলিফটো সেটআপ। এর ক্যামেরার অ্যাপারচার এফ/১.৬ এবং এটি ২x ‘অপটিক্যাল কোয়ালিটি’ টেলিফটো সাপোর্ট করবে।

তবে ক্যামেরা হার্ডওয়্যার দিক দিয়ে আইফোন এয়ারে তেমন নতুন কিছু আনছে না অ্যাপল, বরং আগের ধারণা করা সেটআপকেই পাতলা ও উন্নত ডিজাইনের সঙ্গে যোগ করছে কোম্পানিটি।

 

আইফোনে নতুন ‘এন১’ চিপ যোগ করেছে অ্যাপল

 

এই ফোনটিতে রয়েছে ‘এ ১৯ প্রো’ চিপ, উন্নত পাওয়ার এফিশিয়েন্সি। আর নতুন ‘এন১’ চিপ যোগ করেছে অ্যাপল। এর মাধ্যমে আইফোন এয়ার দিয়ে বেস মডেল আর প্রো মডেলের মধ্যের ফারাক কমিয়ে এনেছে ‘টিম’ কুক।

ডিভাইসটি একদিকে যেমন পাতলা ও হালকা, অন্যদিকে আবার এতে দেওয়া হয়েছে প্রো-গ্রেড ফিচার ও উন্নত পারফরম্যান্সের জন্য শক্তিশালী চিপসেট।

ফোনটিতে থাকবে অ্যাপলের নিজস্ব ‘সি১এক্স’ মডেম, যা আইফোন ১৭ প্রো-র মডেমের তুলনায় দ্রুততর এবং আরও বেশি শক্তিসাশ্রয়ী।

সব মিলিয়ে কেবল ‘পাতলা’ আইফোন হিসেবেই নয়, বরং পারফরম্যান্স ও এফিশিয়েন্সির দিক থেকেও গুরুত্ব দেওয়ার মতো ডিভাইস হিসেবে আইফোন এয়ার আনল অ্যাপল।

 

সবচেয়ে পাতলা আইফোন: আইফোন এয়ার

 

এটাই এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন, যার নাম ‘আইফোন এয়ার’।
অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টের্নাস বলেছেন, আইফোন এয়ার কেবল পাঁচ দশমিক ছয় মিমি পাতলা ও ‘আপনি আগে কখনো যা দেখেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা’।”

ফোনটিতে ‘প্রো মোশন’ সাপোর্ট করে একশ ২০ হার্টজ পর্যন্ত। এ ছাড়া ‘অলয়েজ অন ডিসপ্লে’ ফিচারও আছে এবং আগের সিরামিক শিল্ডের চেয়ে তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী।

 

৪৮ মেগাপিক্সেল ফিউশন আল্ট্রাওয়াইড ক্যামেরা

 

আইফোন ১৭-এর ক্যামেরায় দুটি আলাদা সেন্সর রয়েছে। প্রধান ক্যামেরায় একটি টেলিফটো সেটআপ আছে, যা ১২ মেগাপিক্সেল ২x ‘অপটিক্যাল কোয়ালিটির’। দ্বিতীয়টি হচ্ছে ৪৮ মেগাপিক্সেল ফিউশন আল্ট্রাওয়াইড ক্যামেরা।

ভাল পারফরম্যান্স ও সক্ষমতার পাশাপাশি আইফোন ১৭-এ বাড়ানো হয়েছে মেমরি ব্যান্ডউইথ। যাতে ডিভাইসে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রক্রিয়াকরণ সহজে করা যায়। গ্রাফিক্সনির্ভর কাজের জন্য এতে রয়েছে ৫-কোর জিপিইউ।

আইফোন ১৭-এর সামনের ক্যামেরা ছবি তোলার সময় যদি বেশি মানুষকে শনাক্ত করে তবে তা ‘ল্যান্ডেস্কেপ’ ও ‘প্রোর্টেট’ মোডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে পারে। ছবিগুলো হবে ১৮ মেগাপিক্সেলে ও অ্যাপলের বিজ্ঞাপনী ভাষায় “অসম্ভব শার্প”।

 

এল আইফোন ১৭

 

নতুন আইফোনের একটি ভিডিও দেখাচ্ছে অ্যাপল। দেখা যাচ্ছে ফোনের বেসিক মডেলের আইফোনে এখনও কেবল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। অবশেষে আইফোন ১৭ পাচ্ছে একটু বড় অর্থাৎ ছয় দশমিক তিন ইঞ্চির স্ক্রিন। আর এতে ‘প্রো মোশন’ও সাপোর্টও থাকবে! ডিসপ্লের রিফ্রেশ রেট একশ ২০ হার্টজ।

বরাররের মতো আইফোন ১৭-এ থাকবে ‘সিরামিক শিল্ড’ এবং এবার এতে যোগ হয়েছে সাত স্তরের অ্যান্টিগ্লেয়ার কোটিং, যাতে পড়া আরও সহজ হবে। আইফোন ১৭-এ থাকবে ‘এ ১৯’ নামের প্রসেসর, যা ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি।

ভাল পারফরম্যান্স ও সক্ষমতার পাশাপাশি আইফোন ১৭-এ বাড়ানো হয়েছে মেমরি ব্যান্ডউইথ। যাতে ডিভাইসে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রক্রিয়াকরণ সহজে করা যায়। গ্রাফিক্সনির্ভর কাজের জন্য এতে রয়েছে ৫-কোর জিপিইউ।

 

ওয়াচ এসই ৩-এর দাম শুরু ২৪৯ ডলার থেকে

 

ওয়াচ এসই ৩-এর দাম শুরু হবে দুইশো ৪৯ ডলার থেকে, অ্যাপল ওয়াচ সিরিজ ১১-এর দাম তিনশো ৯৯ ডলার এবং ওয়াচ আল্ট্রা ৩-এর দাম সাতশ ৯৯ ডলার। সবগুলো আজ থেকেই প্রি-অর্ডার করা যাবে এবং ১৯ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।

 

অ্যাপল ওয়াচ ‘এসই ৩’

 

অ্যাপল ওয়াচ ‘এসই ৩’-তে রয়েছে এস১০ স্মার্টওয়াচ প্রসেসর। প্রথমবারের মতো অ্যাপলের এসই মডেলে ‘অলয়েজ অন ডিসপ্লে’ ফিচার যোগ করেছে কোম্পানিটি। এ ছাড়াও, এসই ৩’-তে হাতের কব্জি নেড়ে কাজ করার মতো জেসচার সাপোর্ট থাকবে।

 

অ্যাপল ওয়াচ সিরিজ ১১

 

এরপর এল অ্যাপল ওয়াচ সিরিজ ১১। অ্যাপল ওয়াচে অন্য যেকোনো ডিভাইসের ‘লিকুইড গ্লাস’ ডিজাইনের চেয়ে বেশি ঝকঝকে দেখাচ্ছে। ওয়াচটি ২৪ ঘণ্টার ব্যাটারি লাইফ দেবে বলে দাবি আইফোন নির্মাতা কোম্পানিটির। অ্যাপলের এমন দাবিকে অ্যাপল ওয়াচ সিরিজ ১১-এর জন্য বড় এক উন্নতি হিসেবে দেখা হচ্ছে।

অ্যাপল ওয়াচে নতুন স্লিপ কোর’ ফিচার যোগ করছে, যা ফিটবিট, গুগল ও স্যামসনের মতো প্রতিযোগীদের ফিচারের খুব কাছাকাছি। ফিচারটি ব্যবহারকারীরর ঘুমের সময় ও বিভিন্ন ঘুমের ধাপ বিশ্লেষণ করে সহজে বোঝার মতো স্কোর দেয়। ফলে ব্যবহারকারী সহজেই জানতে পারেন তার ঘুমের মান কেমন।

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বড় এক স্বাস্থ্য সমস্যা। অ্যাপল ওয়াচ সিরিজ ১১ অপটিকাল হার্ট রেট সেন্সর রয়েছে, যা থেকে তথ্য নিয়ে একটি নতুন অ্যালগরিদম ব্যবহার করে ‘সম্ভাব্য উচ্চ রক্তচাপ’ নির্দেশ করতে পারে এমন প্যাটার্ন শনাক্ত করতে সাহায্য করবে অ্যাপলের এ নতুন ওয়াচ।

 

‘বিশ্বের সেরা’ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন

 

অ্যাপল বলছে, এয়ারপডস প্রো ৩-এ রয়েছে বিশ্বের সেরা ‘অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন’ বা এএনসি, যা যে কোনও ওয়্যারলেস ইন-ইয়ার ইয়ারবাডের মধ্যে থাকাটা নিঃসন্দেহে বড় এক দাবি।

 

নতুন এয়ারপডস প্রো’র চেহারায় এসেছে নতুনত্ব

 

 

কোম্পানিটির হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেট বার্জারন বলেছেন, নতুন এসব এয়ারপডসটিকে উন্নত বেইস এবং আরও প্রশস্ত সাউন্ডস্টেজের মাধ্যমে অডিওর মান উন্নত করেছে।

হার্ট রেট ট্র্যাকিং ও ফিটনেসের জন্য ডিভাইসটিতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইও রয়েছে। যাতে ব্যবহারকারী ফিটনেস অ্যাপে নিজের সব ধরনের তথ্য দেখতে পারেন। এই সফটওয়্যার দিয়ে ব্যবহারকারী এখন ৫০টি ভিন্ন ধরনের ওয়ার্কআউট ট্র্যাক করতে পারবেন।

এসব এয়ারবাডে ‘কোচিং’ নির্দেশনাও শুনতে পারবেন ব্যবহারকারীরা।

 

এয়ারপড প্রো থ্রি

 

মঞ্চে, না মঞ্চে নয়, টিম কুক কথা বলছেন অ্যাপল ক্যাম্পাসে।

প্রথমেই বলছেন এয়ারপড নিয়ে।

নতুন এসব এয়ারপডস দেখতে একটু ভিন্ন। পাশাপাশি কুক নিশ্চিত করেছেন, এগুলোর নাম ‘এয়ারপডস প্রো থ্রি’।

 

শুরু হচ্ছে অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্ট

 

 

কুপারটিনোয় সকাল ১০টা প্রায়। অ্যাপল পার্কে লোক সমাগম শুরু হয়েছে। অনুষ্ঠান শুরু হচ্ছে সকাল ১০টায়, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা।

এরইমধ্যে অ্যাপল সিইও টিম কুক আমন্ত্রিত অতিথিদের আগ্রহের আগুনে ঘি ঢেলেছেন এক টুইটের মাধ্যমে।

আইফোন ১৭-এর দাম
আইফোন ১৭ প্রো ম্যাক্স ১১৯৯ ডলার
আইফোন ১৭ প্রো ১০৯৯ ডলার
আইফোন এয়ার ৯৯৯ ডলার
আইফোন ১৭ ৭৯৯ ডলার ও
আইফোন ১৬ই ৫৯৯ ডলার

 

আইফোন ১৭ প্রো
ফোনের ‘থার্মাল ম্যানেজমেন্ট’ উন্নত করেছে অ্যাপল।
ফোন উত্তপ্ত হওয়া ঠেকাতে আয়োনিত পানি ব্যবহার করেছে অ্যাপল।

আইফোন এয়ার
সবচেয়ে পাতলা আইফোন, মাত্রই ৫.৬ মিলিমিটার পুরু।

 

৬.৩ ইঞ্চির স্ক্রিন
আইফোন ১৭-এর বেসিক মডেলের পর্দার আকার ৬.৩ ইঞ্চি
৫-কোর জিপিইউ

 

মূল্য
ওয়াচ এসই ৩-এর দাম শুরু ২৪৯ ডলার থেকে

 

অ্যাপল ওয়াচ সিরিজ ১১
অ্যাপল ওয়াচে নতুন স্লিপ কোর’ ফিচার
এয়ারপডস প্রো থ্রি
ডিভাইসটিতে এখন রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই
৫০টি ভিন্ন ধরনের ওয়ার্কআউট ট্র্যাক