২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না।
হতে সংগৃহীত
বগুড়া শহরের ফুটপাত থেকে প্যাকেট ভর্তি ৮৩টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার ফুটপাত থেকে তাজা গুলিগুলো উদ্ধার করা হয় বলে বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান।
ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি লাল রঙের প্যাকেট খুলে ২.২ বোরের ৮০টি এবং শটগানের তিনটি গুলি পাওয়া যায়।
২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। এ ছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলেও জানান ডিবির ওসি ইকবাল বাহার।
তিনি আরও বলেন, “অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে রেখে গিয়েছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”