মঙ্গলবার দুপুরে ভাড়া বাসা থেকে মেয়ে মারিয়াকে নিয়ে বের হন রহিমা আক্তার। তবে এক ঘণ্টা পর তিনি একা বাসায় ফিরে আসেন।
সংগৃহীত
মাদারীপুরের শিবচরে তিন মাস বয়সী এক শিশুকে ময়নাকাটা নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন কাদের।
শিশুটির মা রহিমা আক্তার শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার স্থানীয় মসজিদের মুয়াজ্জিন রফিকুল ইসলামের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ সুপার সালাউদ্দিন কাদের বলেন, মঙ্গলবার দুপুরে ভাড়া বাসা থেকে মেয়ে মারিয়াকে নিয়ে বের হন রহিমা আক্তার। তবে এক ঘণ্টা পর তিনি একা বাসায় ফিরে আসেন।
এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। প্রথমে তিনি দাবি করেন, চেতনানাশক খাইয়ে কেউ শিশুটিকে চুরি করেছে। পরে জানান, তাকে কোথায় ফেলে রেখে গেছে অজ্ঞাতরা।
পরে পুলিশ তদন্তে নেমে রহিমাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, নিজেই শিশুটিকে ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছেন। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর বাবা রফিকুল ইসলাম দাবি করেন, সন্তান জন্মের পর বেশ কিছু দিন ধরে তার স্ত্রী রহিমা আক্তার মানসিক ভারসাম্যহীতায় ভুগছেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কাদের আরও বলেন, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
সংগৃহীত