জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
সংগৃহিত
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে বর্হিবিশ্বের পেশাদারী যোগাযোগ করার পক্ষে উৎকৃষ্ট সময়। আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার জন্য যথেষ্ট সুযোগ পাবেন। সাফল্য অর্জনের জন্য কর্মক্ষেত্রে একাগ্রতা বজায় রাখতে হবে। সপ্তাহের মাঝদিকে এমন ব্যক্তির সঙ্গে সংযুক্ত হোন যারা প্রতিষ্ঠিত ও ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। নিজের সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা পাবেন। সপ্তাহের শেষদিকে অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করবেন। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে আর অর্থ ব্যয় মনকে নিরানন্দ করবে। সেজন্য অপব্যয়ী হওয়া এড়াতে হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চড়ার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। তাই ব্যবসায়ীদের জন্য ভালো সময়। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে সব কিছু চ্যালেঞ্জের মেজাজে থাকবে। কেবল মাত্র শক্তিশালী হতে হবে। সময়টি ধৈর্য পরীক্ষার জন্য সেট করা আছে। শুধুমাত্র কর্মক্ষেত্রে এটি হারাবেন না। সপ্তাহের শেষদিকে অতীত উদ্যোগগুলো থেকে আসা সাফল্য নিজের প্রত্যয় বাড়িয়ে তুলবে। একটি প্রকল্প সম্পূর্ণ করার ফলে অনেক পরিতৃপ্তি পাবেন। এ সময় বেশিরভাগ জিনিসই ইচ্ছানুসারে হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে নিয়মিত বৈবাহিক জীবন স্বতন্ত্র হতে পারে, এ সময় সত্যিই অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝদিকে সঙ্গীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে গেলে সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। কোনো সাধু-সন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান শান্তি ও স্বস্তি দেবে। সপ্তাহের শেষদিকে একটি কঠিন পর্যায়ের পর কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সাথে আপনাকে অবাক করে দেবে। কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে স্বাস্থ্যবিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন। কোনো অপ্রিতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে নিরুদ্বেগ সময় কাটাবেন। যা জীবনে চমৎকার সময় হবে। সপ্তাহের মাঝদিকে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিৎ হবে না। বিশেষ করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান। সপ্তাহের শেষদিকে আর্থিক দিক দিয়ে উদার হলে একটি ভ্রমণে অংশ নিতে পারেন। আধ্যাত্মিক চেতনার উত্থানে কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান লাভ করার জন্য কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে রোমান্সের সবচেয়ে খারাপ সময়ের সাথে মোকাবিলা করবেন। কারণ এটি আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নবান হোন। বিশেষ করে রক্তচাপের রোগীরা। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজা/রানির মতো মনে হবে। যারা বিবাহিত তাদের জীবনের সেরা স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারেন। সপ্তাহের শেষদিকে কিছু আঘাতের সম্মুখীন হবেন। চরম সাহস ও মনোভাব এবং শক্তি প্রদর্শন করা প্রয়োজন। রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় অতিরিক্ত যত্নশীল থাকবেন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে সময়টি কাজে লাগাতে পারেন। এক খুশি প্রাণোচ্ছল যত্নশীল মেজাজে আপনার মিশুক স্বভাব চারপাশে যারা আছেন তাদের মাঝে আনন্দ ও খুশি এনে দেবে। সপ্তাহের মাঝদিকে সেইসব মানুষদের মতো ব্যবহার করবেন না, যারা নিজের স্বপ্ন চরিতার্থ করতে ঘর ও স্বাস্থ্য ত্যাগ করে। গোপন শক্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে ব্যর্থ হবে। সপ্তাহের শেষদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত জীবনের আনন্দ পেতে পারেন। তবে সত্যি আবেগ প্রবণ হয়ে যাবেন যখন বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাগে আসতে থাকবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে নতুন যোগাযোগ ও বন্ধু তৈরিতে বাইরে বের হয়ে পড়ুন। জমি সংক্রান্ত বিরোধ মারামারির দিকে এগোবে। বিষয়টি সমাধানে পারিবারিক সাহায্য নিন। সপ্তাহের মাঝদিকে নিজের চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ করবেন আর হৃদস্পন্দন বেড়ে যাবে। কারণ আপনি আপনার স্বপ্নের প্রেমিক/ প্রেমিকার দেখা পাবেন। সপ্তাহের শেষদিকে আবেগের দিক থেকে খুব একটা ভালো দিন হবে না। আপনাকে যারা নিচে নামাতে চায় তাদের সামলাতে কঠিণ সতর্কতা অবলম্বন করার সময় এখন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। মনে নতুন টাকা রোজগারের ধান্দাগুলোর সুযোগ নিন। সপ্তাহের মাঝদিকে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত। সপ্তাহের শেষদিকে অফিসের চিন্তা বাড়িতে আনবেন না। এতে পারিবারিক সুখ নষ্ট হয়। এরচেয়ে কাজ-কর্ম অফিসেই সামলিয়ে আসুন। আর বাসায় পারিবারিক আনন্দ উপভোগ করুন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা মানসিক ও স্নায়ুবিক চাপ সৃষ্টি করবে। সন্তেহজনক আর্থিক যোজনায় প্রতারিত হবেন না। বিনিয়োগ অত্যন্ত যত্নে করবেন। কোনো রকম ঝুঁকি নেওয়ার পক্ষে ভালো নয়। সপ্তাহের মাঝদিকে আত্মীয়রা কিছু উত্তেজনা সৃষ্টি করতে পারেন। পরিস্থিতি আয়ত্বে আনতে মাথা ঠাণ্ডা রাখুন। কোনো হঠকারী সিদ্ধান্তের ফলে অথ্যাধিক মূল্য চোকাতে হতে পারে। সপ্তাহের মাঝদিকে এমন একটি সময় যখন বিশ্রাম নিতে চাইছেন তবে পরিবারে সদস্যদের মনে হয় আলাদা পরিকল্পনা রয়েছে। তাই প্রস্তুত থাকুন। বাগান করা শিথিলতার অনুভূতি দিতে পারে। একটি পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে ভ্রমণ ও অর্থব্যয় করার মেজাজে থাকবেন। তবে এটা করলে দুঃখিত হবেন। যার অস্তিত্ব আছে সেই দিকে চিন্তা প্রসাতি করুন আর উদ্যম চালনা করুন। শুধু চিন্তা করে লাভ হবে না। সপ্তাহের মাঝদিকে উপরি টাকা জমি বাড়িতে বিনিযোগ করা উচিত। যদি যথাযথ উপদেশ না নিয়েই বিনিয়োগ করেন তবে ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষদিকে স্মরণে রাখতে হবে- মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালোমন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলোর সমাধানে সাহায্য করে। কাউকে প্রয়োজনীয় চেতনায় আলোয় ভূষিত করে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ইচ্ছাশক্তি দিয়ে পরিস্কৃতি হতে পারেন। কারণ একটি কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন। রূপচর্চায় বেশি খরচ নয়। বিতর্ক ও মুখোমুখি সংঘাত এবং অন্যদের মধ্যে দোষ খোঁজা এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে কাজের পরিবেশ ভালো দিক পরিবর্তন হতে পারে। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করেন। নিজেকে কেন্দ্রবিন্ধু হতে দেখবেন। সপ্তাহের শেষদিকে কমিশন, ডিভিডেন্ট বা রয়্যালটি থেকে লাভ পাবেন। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে উপলব্ধি করতে পারবেন যে, কর্মক্ষেত্রে ভালো করার পেছনে পরিবারের হাত আছে। পেশাদারী ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। পরোপকার ও সামাজিক কাজে মন দিয়ে ও ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। সপ্তাহের মাঝদিকে অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই দেরি করে রাতে বাড়ি ফেরা ও অন্যদের ওপর খুব বেশি খরচ বাড়ানোর চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে আপনার সঙ্গে যারাই আসবেন তাদের প্রতি বিনীত ও কমনীয় হোন। কেননা কিছু নির্বাচিত ব্যক্তিই আপনার ঐন্দ্রজালিক কমনীয়তার পেছনের রহস্যটি জানবেন।
