সংসদ ভবন এলাকায় পুলিশের হামলায় তার কৃত্রিম হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
হতে সংগৃহিত
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে আন্দোলনে গিয়ে আহত আতিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার রাত ৯টায় উত্তরার আজমপুরে আতিকুলের বাসায় যান নাহিদ।
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হওয়ার পর ডান হাত হারান আতিকুল। পরে চিকিৎসকরা তার শরীরে কৃত্রিম হাত স্থাপন করেন।
জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসনের দাবিতে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠাস্থলে অবস্থান নেন ‘জুলাই যোদ্ধা’ ও তাদের স্বজনরা।
একপর্যায়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে তাদের দাবি পূরণে জুলাই সনদে সংশোধনী আনার ঘোষণা দেন।
ওই প্রতিশ্রুতির পরও ‘জুলাই যোদ্ধারা’ সেখান থেকে না সরলে পুলিশ ধাওয়া দিয়ে ও লাঠিপেটা করে সেখান থেকে তাদের সরায়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে পুলিশ। এ সময় পুলিশের হামলায় আতিকুলের কৃত্রিম হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়।
