সেশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাস্তব বাজারের কার্যপ্রক্রিয়া, ট্রেডিং কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।
সংগৃহিত
শিক্ষার্থীদের হাতে-কলমে ট্রেডিংয়ের অভিজ্ঞতা দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হল প্রথম ট্রেডিং সিমুলেশন সেশন ‘ট্রেড এক্সপেরিয়েন্স ২০২৫’।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইইউ বিজনেস স্কুলের অন্তর্গত ইন্ট্রিন্সিক ফাইন্যান্স ক্লাব (আইএফসি) আয়োজিত এই ব্যতিক্রমধর্মী ইভেন্টটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে, যার সহযোগিতায় ছিল ‘বি রিচ’।
পর্বটি পরিচালনা করেন বি রিচের ইনচার্জ ও সিনিয়র ইনভেস্টমেন্ট কনসালটেন্ট মো. ইমরুল হুদা ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের ট্রেডিং, বিনিয়োগ ও বাজার বিশ্লেষণ নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা দেন।
সেশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাস্তব বাজারের কার্যপ্রক্রিয়া, ট্রেডিং কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।
বাস্তব শেয়ারবাজারের পরিবেশে তৈরি এই সিমুলেশন শিক্ষার্থীদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ ও আর্থিক বিশ্লেষণ বিষয়ে হাতে কলমে অভিজ্ঞতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক সৈয়দ মনজুর কাদের। তিনি অতিথি বক্তাকে সম্মাননা ক্রেস্ট দেন এবং শিক্ষার্থীদের এমন উদ্যোগে সম্পৃক্ত হতে উৎসাহিত করেন।
ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল সার্টিফিকেট ও ইন্টার্নশিপ সংক্রান্ত দিকনির্দেশনা।
