নিহত অপু দাশ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদেলর সভাপতি ছিলেন।
হতে সংগ্রহীত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরী হাট এলাকায় ছাত্রদলের এক নেতাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার কিছু পরে হাটহাজারী উপজেলার চৌধুরী হাট বাজারের রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত অপু দাশ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদেলর সভাপতি ছিলেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চৌধুরী হাটে একদল যুবক এসে অপু দাশকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে চলে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় নুরুল আবসার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আজিজ।
