“আমি বলছি না যে অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। আমি বলছি, এটি কেবল তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।”
হতে সংগৃহীত
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, মুনাফা করার দিকে যাদের নজর থাকে, স্বাস্থ্যসেবা খাত তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।
বাসস জানায়, বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন: প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর-বাংলাদেশের পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা খুব সহজ হতে পারে। এর পেছনে রয়েছে সর্বাধিক মুনাফা অর্জনের প্রবণতা। অর্থ উপার্জনের এ দৃষ্টিভঙ্গির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়।”
তিনি বলেন, “আমরা অত্যন্ত মৌলিক বিষয়টি উত্থাপন করেছি। ওষুধ ও স্বাস্থ্যসেবা মুনাফাকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না যে অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। আমি বলছি, এটি কেবল তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।”
কোভিড-১৯ মহামারী চলাকালে টিকা জটিলতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, টিকা ‘খুবই ভুলভাবে’ বিতরণ করা হয়েছিল। উৎপাদিত টিকার প্রায় ৮০ শতাংশ নিয়েছিল বিশ্বের ১০টি দেশ।
বিশ্বজুড়ে সামাজিক সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার পক্ষে কথা বলেন নোবেলজয়ী ইউনূস।
অন্যদের মধ্রে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা তাসনিম জারা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ অনুষ্ঠানে অংশ নেন।