তিন শতাধিক নারী পুলিশ সদস্য এতে অংশ নেন।
সংগৃহিত
স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা তৈরিতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নারী সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে সিএমপির মাল্টিপারপাস শেডে সভা ও প্রশিক্ষণ দেওয়া হয়। তিন শতাধিক নারী পুলিশ সদস্য সেখানে অংশ নেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সায়রা বানু শিউলীর নেতৃত্বে একদল চিকিৎসক স্তন ক্যান্সারের বিষয়ে প্রশিক্ষণ দেন। লক্ষণ ও অবস্থা বুঝে স্তন ক্যান্সার শনাক্ত ও করণীয়র ব্যাপারে ভিডিও প্রদর্শনীসহ হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
চট্টগ্রাম সিটি করপেরেশনের উদ্যোগে বেসরকারি হাসপাতাল সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার (পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি) সহায়তায় এ কর্মসূচি হয়েছে।
সভায় সিএমপির উপ-পুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমা স্বাস্থ্য সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, সঠিক সময়ে রোগ নিরূপণ করা গেলে স্তন ক্যান্সারে প্রাণহানির সংখ্যা আরও অনেক কমবে।
চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে সিএসসিআরের চেয়ারম্যান খুরশীদ জামিল চৌধুরী বক্তব্য দেন।
