“প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে তিনি বাসায় চলে আসেন।”
হতে সংগৃহীত
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।
বুধবার বিকালের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্রের যাওয়ার কথা ছিল। তবে শাহজালাল বিমানবন্দরে যাওয়ার পর তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয় বলে সোহেল তাজের ঘনিষ্ট একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন।
শুক্রবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল ভাই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে তিনি বাসায় চলে আসেন।”
সোহেল তাজকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এসবি প্রধান অতিরিক্ত আইজি গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের পক্ষ থেকে তার দেশের বাইরে যাওয়ার ব্যপারে বিধিনিষেধ রয়েছে।”
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ওই নির্বাচনের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
তবে একই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তারপর রাজনীতি থেকেই বিচ্ছিন্ন হয়ে যান সোহেল তাজ।