ঢাকার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর কয়েকটি উড়োজাহাজ সিলেটে অবতরণ করেছে।
হতে সংগৃহিত
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর কয়েকটি উড়োজাহাজ সিলেটে অবতরণ করেছে। সেখানে আটকাপড়া বিমান যাত্রীদের ঢাকায় যাওয়ার জন্য ট্রেনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয়েছে। এই বগির সবকটি টিকিটই বিমান যাত্রীদের জন্য রাখা করা হয়েছে।
সন্ধ্যায় সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
তিনি বলেন, “যেহেতু ঢাকায় বিমানবন্দরে একটি দুর্ঘটনা ঘটেছে সেজন্য সিলেটে কয়েকটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এসব ফ্লাইটের যাত্রীদের যারা জরুরি ভিত্তিতে ঢাকায় যেতে চান তাদের জন্য ঢাকাগামী ট্রেনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয়েছে। তারা প্লাটফর্মে এসে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।”
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকাল ৩টা ৩১ মিনিটে ৩৯৬ জন যাত্রী নিয়ে সৌদি আরবের রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। তারপর সন্ধ্যা ৬টা ৫ মিনিট ও ৬টা ১৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ১৫৩ জন এবং মালয়েশিয়া থেকে ৭৫ যাত্রী নিয়ে ইউএস বাংলার দুটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করে।
এসব তথ্য জানিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক মো. হাফিজ আহমেদ বলেন, “সিলেটে বিমান নামার পর্যাপ্ত সক্ষমতা রয়েছে, তাছাড়া যেসব বিমান এরই মধ্যে ল্যান্ড করেছে সেখানে যাত্রীদের লাউঞ্জে বসানো হয়েছে।”
এদিকে, শাহজালালে আগুনের কারণে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না ঢাকাগামী কোনো ফ্লাইট। শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আব্দুস সামাদ নামের দক্ষিণ সুরমার এক বাসিন্দার সিলেট থেকে বিকাল সাড়ে ৪টায় ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় যাওয়ার কথা।
তিনি সাংবাদিকদের বলেন, “রাতেই ঢাকা থেকে ফ্লাইটে আমার দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা। অগ্নিকাণ্ডের কারণে ওই ফ্লাইটটি মিস হয়ে যাবে। এতে অনেক ঝামেলায় পড়তে হবে আমাকে।”
শনিবার দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।
বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ৩৬টি ইউনিট কাজ করে। সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
