প্রেমিকের পরামর্শে নববধূ তার স্বামীকে হত্যার পরিকল্পনা করেন বলে দাবি পুলিশের।
সংগৃহিত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অতিরিক্ত ‘গ্যাস ট্যাবলেট’ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমিকের পরামর্শে নববধূ তার স্বামীকে হত্যার পরিকল্পনা করেন বলে দাবি পুলিশের।
বুধবার সকালে উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে স্বামীর লাশ উদ্ধার ও নববধূকে আটক করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি আলী আসলাম।
নিহত আব্দুল করিম (২৫) ওই গ্রামের নবী মণ্ডলের ছেলে। আটক নববধু তানজিলা খাতুন (২২) পাবনার সাঁথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, এক মাস আগে পারিবারিক সম্মতিতে মিশুক চালক আব্দুল করিমের সঙ্গে তানজিলার বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর করিমের পরিবার পরে জানতে পারে, তানজিলার সঙ্গে তারা এক প্রতিবেশীর প্রেমের সম্পর্ক রয়েছে।
ওসি আলী আসলাম বলেন, “সম্প্রতি তানজিলা বাবার বাড়িতে গেলে তাকে বিয়ের জন্য চাপ দেয় সেই প্রেমিক। এক পর্যায়ে প্রেমিকের পরামর্শে তানজিলা তার স্বামী করিমকে হত্যার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা মোতাবেক গ্যাস ট্যাবলেট কিনে তানজিলাকে দিয়ে করিমকে খাওয়াতে বলে প্রেমিক।
“সোমবার রাতে তানজিলা কৃমিনাশক ট্যাবলেটের কথা বলে করিমকে অতিরিক্ত গ্যাস ট্যাবলেট খাওয়ান। কিছুক্ষণ পর পেটে জ্বালাপোড়া শুরু হলে করিমকে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে করিমের মৃত্যু হয় বলে জানান ওসি আলী আসলাম।
তিনি বলেন, তানজিলাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিলা তার স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
