“যৌথবাহিনী অভিযান চালিয়ে সাত যুবককে আটক এবং কিছু দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করে।”
সংগৃহিত
সিরাজগঞ্জ শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার বসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাত যুবককে আটক করেছে যৌথবাহিনী।
সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, শহরের হোসেনপুর ও মালশাপাড়া এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক হয়।
আটকদের রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
ওসি মোখলেছুর রহমান বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টা থেকে দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“খবর পেয়ে যৌথবাহিনী এলাকায় অভিযান চালিয়ে সাত যুবককে আটক এবং কিছু দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করে।”
আটকরা থানা হেফাজতে রয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।
