সিঙাড়া নিয়ে শিশুদের ঝগড়া তুঙ্গে উঠতেই বিহারের ভোজপুরে এমন বচসা শুরু হয় যার জেরে এক কৃষককে প্রাণ হারাতে হয়েছে।
সংগৃহিত
ভারতের বিহার রাজ্যে একটি শিঙাড়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। সিঙাড়া নিয়ে শিশুদের ঝগড়া তুঙ্গে উঠতেই বিহারের ভোজপুরে এমন বচসা শুরু হয় যার জেরে শেষমেশ এক কৃষককে প্রাণ হারাতে হয়েছে।
এক নারী তলোয়ার দিয়ে আঘাত করাতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা এনডিটিভি। রোববার ভোজপুর জেলার কৌলোদিহারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম চন্দ্রমা যাদব (৬৫)।
স্থানীয়রা জানিয়েছেন, মাথায় ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর সোমবার যাদবের মৃত্যু হয়।
কীভাবে ঘটল ঘটনা:
গ্রামের এক শিশু সিঙাড়া কিনতে গিয়ে অন্য কয়েকজন শিশুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ওই শিশুর সিঙাড়া ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধরও করা হয়।
বিষয়টিকে শিশুদের ঝগড়া হিসাবে দেখেই কৃষক চন্দ্রমা যাদব ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তিনি সিঙাড়ার দোকানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কয়েকজন গ্রামবাসীর সঙ্গেও তিনি কথা বলেন। তখনই বচসা শুরু হয়।
কথাকাটাকাটি এমন পর্যায়ে চলে যায় যে, এক নারী ক্ষুব্ধ হয়ে আচমকা তলোয়ার নিয়ে এসে যাদবের মাথায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় যাদবকে পাটনার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর পুলিশ তদন্তে নেমেছে। হত্যা মামলাও দায়ের হয়েছে। অভিযুক্ত নারী পলাতক; তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
