নির্যাতিত বৃদ্ধাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়েছে।
সংগৃহিত
চট্টগ্রামে ৭০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সৈয়দ পাড়া এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় লোকজন ২৫ বছর বয়সী মো. শওকততে আটক করে প্রথমে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার এসআই আনোয়ার হোসেন। শওকত ওই বৃদ্ধার প্রতিবেশী হন।
এসআই আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বামী পরিত্যক্তা ওই নারী বাড়িতে একা থাকতেন। তার একমাত্র ছেলে শহরে থাকেন। শনিবার ওই নারীর ঘরে গিয়ে শওকত তাকে ধর্ষণ করেন।”
এ ঘটনায় বৃদ্ধা বাদী হয়ে শওকতকে আসামি করে মামলা করেছেন জানিয়ে এসআই আনোয়ার বলেন, নির্যাতিত বৃদ্ধাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়েছে।
রোববার আদালতের মাধ্যমে শওকতকে কারাগারে পাঠানো হয়েছে।
