শক্তি শালিনী’ মুক্তি পাবে আগামী বছরের শেষ নাগাদ
সংগৃহিত
বলিউডের বক্স অফিসে দাপট দেখানো ‘সাইয়ারা’ সিনেমার অভিনেত্রী অনীত পড্ডার আগামীর যাত্রাপথ ঠিক হয়ে গেছে।
ইন্ডিয়া টুডে বলছে, ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ‘শক্তি শালিনী’ সিনেমায় নাম লিখিয়েছেন অনীত; সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ২৪ ডিসেম্বর।
গেল ২১ অক্টোবর মুক্তি পাওয়া আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’ সিনেমার এক বিশেষ ভিডিওতে এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী সিনেমা হিসেবে, ‘শক্তি শালিনীর’ ঘোষণায় অনীত পড্ডার নাম জানানো হয়।
এছাড়া সোশাল মিডিয়ায় অভিনেতা আয়ুষ্মান খুরানা ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের আগামী সিনেমায় অভিনয় নিয়ে অনীতকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবীকন্যে এসে গিয়েছে। এটা আমাদের জন্যও খুবই গর্বের যে পাঞ্জাবের মেয়ে তার কাজের মাধ্যমে আমাদের গর্বিত করছে। তোমার জন্য ভীষণই গর্বিত। একটা একটা করে স্বপ্নপূরণ হোক তোমার।”
খুরানা আরও লিখেছেন, “সুদূর পাঞ্জাব থেকে বলিউডে তোমার স্বপ্নপূরণের এই জার্নি সত্যিই খুব ভালো লাগছে। তোমাকে ‘শক্তি শালিনী’ সিনেমায় দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’
এর আগে এই সিনেমায় কিয়ারা আদভানির অভিনয় করার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে অনীত পড্ডা যুক্ত হয়।
রেবতীর ‘সালাম ভেঙ্কি’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছিল অনীতের। তবে দর্শকের মনে এই অভিনেত্রী দাগ কেটেছেন‘সাইয়ারা’ দিয়ে।
রোম্যান্টিক-মিউজিক্যাল এই সিনেমায় আহান পাণ্ডের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।
