চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
সংগৃহিত
ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে চরকি, হইচই, নেটফ্লিক্স ও প্রাইম ভিডিওতে এসেছে বিভিন্ন ঘরানার নতুন ফিকশন ও সিনেমা।
রোমান্টিক ড্রামা ও ক্রাইম থ্রিলারধর্মী এসব সিরিজ-সিনেমায় উঠে এসেছে দাম্পত্য কলহ, প্রেম-বিরহ ও সম্পর্কের টানাপোড়েন। আছে ভালোবাসার নানা রূপের কাহিনী।
দেখা যাচ্ছে এক গ্যাংস্টারের প্রতিশোধের গল্প নিয়ে তৈরি সিনেমাও। চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
‘পারফেক্ট ওয়াইফ’ চরকিতে

তরুণ দুই দম্পতির দাম্পত্য জীবনের গল্প নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বানিয়েছেন ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’। চরকিতে চলছে ফিকশনটি।
এতে অভিনয় করেছেন মীর রাব্বি, সুদীপ বিশ্বাস দীপ, আরিয়ানা জামান ও জৌপারী লুসাই।
এই ফিকশনে প্রেম করে বিয়ে করেন দীপ ও আরিয়ানা। বাবার একমাত্র ছেলে হওয়ায় কোনো কাজ করতে হয় না তাকে। এ নিয়ে প্রায়ই ঝগড়া হয় আরিয়ানার সঙ্গে। একদিন তাদের বাড়িতে বেড়াতে আসেন তার বন্ধু ও বন্ধুর স্ত্রী।
বন্ধুর স্ত্রী পছন্দ করে ফেলেন দীপকে। তাদের মধ্যে প্রেম হলে এ নিয়ে দুই দম্পতির মধ্যে শুরু হয় কলহ। এই গল্পই দেখাচ্ছে এই ফিকশনে।
শুভশ্রী গাঙ্গুলির ‘গৃহপ্রবেশ’

ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় হইচইয়ে দেখা যাচ্ছে বাংলা সিনেমা ‘গৃহপ্রবেশ’। অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, জিতু কমল, কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ ও স্নেহা চট্টোপাধ্যায়।
সিনেমার চিত্রনাট্যে তৈরি হয়েছে এক গৃহবধূর জীবনের কিছু ঘটনা নিয়ে। যে নারীর বছরের পর বছর কেটে যায় স্বামীর জন্য অপেক্ষা করে।
একদিন তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন এক অজানা অতিথি। যিনি পেশায় একজন চিকিৎসক। একসময় স্বামীকে ভুলে ওই অতিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ওই নারী। ধীরে ধীরে অতিথির আসল পরিচায় সামনে আসে। গল্প নেয় নতুন মোড়।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলতি বছরের ১৩ জুন। চার মাস পর হইচইয়ে এসেছে ‘গৃহপ্রবেশ’।
তেলুগু সিনেমা ‘দে কল হিম ওজি’

নেটফ্লিক্সে এসেছে অ্যাকশননির্ভর ক্রাইম থ্রিলার গল্পের সিনেমা ‘দে কল হিম ওজি’। পরিচালক সুজিতের পরিচালনায় এতে অভিনয় করেছেন পবন কল্যাণ, ইমরান হাশমি, প্রিয়াঙ্কা অরুলমোহন।
চিত্রনাট্য তৈরি হয়েছে ওজাস গম্ভীরা নামের এক গ্যাংস্টারকে নিয়ে প্রায় এক দশক আড়ালে থাকার পর হঠাৎ তার আবির্ভাব ঘটে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে। পুরনো হিসাব মিটিয়ে নতুনভাবে রাজত্ব করতে চায়।
প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার সংঘর্ষ শুরু হয়। কোন দল টিকে থাকবে সেই গল্পই দেখা যাবে সিনেমায়। নেটফ্লিক্সে চলছে সিনেমাটি।
প্রাইম ভিডিওতে হিন্দি সিনেমা ‘পরম সুন্দরী’

রোমান্টিক ড্রামা সিনেমা ‘পরম সুন্দরী’ দেখাচ্ছে প্রাইম ভিডিও। এতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, সঞ্জয় কাপুরসহ অনেকে।
তুষার জালোটা পরিচালিত এই সিনেমায় দিল্লির ছেলে পরম ঘুরতে যায় কেরালায়। সেখানে গিয়ে সুন্দরী নামের কেরালার এক তরুণীর প্রেমে পড়েন পরম।
এক সময়ে তারা বিয়ের পিঁড়িতেও বসেন। কিন্তু বিয়ের আসর থেকে ধাওয়া খেয়ে পালাতে হয় পরমকে।
