নারী কনস্টেবল না থাকায় পথচারী নারীদের সহায়তার কথা বললেও শুরুতে কেউ এগিয়ে আসেনি, বলেন সার্জেন্ট জাহিদ।
Published : 08 Aug 2025, 06:08 PM
চট্টগ্রাম নগরীতে সড়কেই সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।
শুক্রবার দুপুরে নগরীর দেওয়ানহাট মোড়ে সড়ক বিভাজকের পাশে সন্তান প্রসবের খবরে তাকে সহায়তায় ছুটে যান এক ট্রাফিক সার্জেন্ট; অ্যাম্বুলেন্সে মা ও নবজাতককে নিয়ে যান হাসপাতালে।
নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের সার্জেন্ট মো. জাহিদুর রহমান বলেন, বেলা ১২টার দিকে তিনি দেওয়ানহাট ট্রাফিক বক্সে বসে ছিলেন। সেসময় একজন এসে তাকে সড়কে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্মের খবর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাহিদুর রহমান বলেন, “তখন আমি ও আমাদের এক কনস্টেবল গিয়ে ছাতা দিয়ে ঘিরে রাখি। নারী কনস্টেবল না থাকায় পথচারী নারীদের সহায়তার কথা বললেও শুরুতে কেউ এগিয়ে আসেনি। অবশেষে এক নারী এগিয়ে এসে মা ও নবজাতককে সহায়তা করেন।”
পরে চট্টগ্রাম জেলা পুলিশের একটি খালি অ্যাম্বুলেন্স থামিয়ে সহায়তাকারী নারীসহ মা ও নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলেন এ ট্রাফিক পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “ওই নারী ও নবজাতকের জন্য কাপড় ও ওষুধপত্র কিনে দিয়েছি। চিকিৎসক বলেছে নবজাতক ছেলেটি সুস্থ আছে।”
‘মানসিক ভারসাম্যহীন’ নারীর বিষয়ে তিনি বলেন, দেওয়ানহাট এলাকায় বস্ত্রহীন অবস্থায় তাকে ঘুরে বেড়াতে দেখা যেত।