“সার্বিক প্রস্তুতির বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।”
হতে সংগৃহিত
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
সোমবার বেলা ১২টার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত রয়েছেন।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে এএইচ এম হামিদুর রহমান আযাদ, জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ বৈঠকে অংশ নেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতিসহ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও ইসির আলোচনায় উঠে আসবে।
জসীম উদ্দীন সরকার বলেন, “সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয় তো এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।”
আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
এরই মধ্যে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে।
সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট করার প্রস্তাবনা ও যেমন রয়েছে, তেমনি জাতীয় নির্বাচনের আগে গণভোটের ও প্রস্তাব রয়েছে।
গণভোট কবে হবে তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
নির্বাচন কমিশনের সঙ্গে চলতি মাসে রাজনৈতিক দল গুলোর ও আলোচনার কথা রয়েছে।
