২১৯ আবেদন থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জনকে চূড়ান্ত করা হয়েছে।
সংগৃহিত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ডিলারশিপ প্রত্যাশীদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
জানা গেছে, এবার উপজেলার সাতটি ইউনিয়নের ১৪টি বিক্রয় কেন্দ্রে জন্য ডিলারশিপ পেতে মোট ২১৯ জন আবেদন করেন। পরে সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে মোট ১৪ জনকে চূড়ান্ত করা হয়। লটারি মাধ্যমে ডিলার নির্বাচিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই।
ডিলারশিপ প্রত্যাশীরা জানান, উপজেলা বা ইউনিয়ন পর্যায় যেকোনো ধরনের সরকারি ডিলার নিয়োগ কার্যক্রমের শুরুতে বিভিন্ন পর্যায়ের নাগরিকরা তদবির করে থাকেন। অনেক সময় লেনদেনও হয়ে থাকে। তবে এবার যেভাবে ডিলার নিয়োগ হয়েছে; তাতে কোনো বিতর্ক নেই।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “অনেক সময় ডিলার নিয়োগ নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠে। তাই ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের কর্মসূচির সুফল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবেন।”
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান আনন্দ উপস্থিত ছিলেন।
