“আয়োজকদের একজন ‘ফ্যাসিবাদের দোসর’—এমন একটি অভিযোগের পর ‘বিশৃঙ্খলা এড়াতে’ আমরা শুক্রবারের জন্য যে বরাদ্দটি দিয়েছিলাম, তা স্থগিত করেছি।”
‘অনেকের কাছ থেকে আপত্তি আসায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘শরৎ উৎসব’ বাতিল করা হয়েছে বলে যে খবরটি এসেছে, তা ‘ঠিক নয়’ বলে মন্তব্য করেছেন চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম।
তিনি বলছেন, “উৎসবটি বাতিল নয়, স্থগিত করা হয়েছে।”
এ ব্যাপারে শনিবার একটি সভা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চারুকলার ডিন।
তার ভাষ্য, “সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসবের আয়োজকদের একজন ‘ফ্যাসিবাদের দোসর’—এমন একটি অভিযোগের পর ‘বিশৃঙ্খলা এড়াতে’ আমরা শুক্রবারের জন্য যে বরাদ্দটি দিয়েছিলাম, তা স্থগিত করেছি।
“শনিবারের সভায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। তাদের সঙ্গে ফ্যাসিবাদের সম্পৃক্ততা খতিয়ে দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
কারা আপত্তি করেছেন জানতে চাইলে আজহারুল ইসলাম বলেন, “আমাদের কাছে ‘ফ্যাসিবাদবিরোধী লেখক সাংবাদিক ও শিল্পী সমাজ’ নামে একটি সংগঠন থেকে অভিযোগ করা হয়, শরৎ উৎসবের নামে ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে’ পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্যই আপাতত স্থগিত করেছি।”
চারুকলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘শরৎ উৎসব’ করতে দেওয়া না হলেও গত ২৬ সেপ্টেম্বর চারুকলার বকুলতলায় ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ এর আয়োজনে শরৎ উৎসব আয়োজন করা হয়েছিল।
জুলাই অভুথ্যানের পর ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ নামে নতুন ওই প্লাটফর্ম গঠিত হয়। এ পর্ষদের আহ্বায়কের দায়িত্বে আছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ। সদস্য-সচিবের দায়িত্বে আছেন দীপান্ত রায়হান।
গত ২৬ সেপ্টেম্বর এহসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তারা বাঙালির ঐহিত্য, সংস্কৃতির যেসব উৎসব আছে, তা নিয়মিত উদযাপন করবেন। বসন্ত, নবান্ন, শরৎ, বর্ষা উৎসব কেবল ঢাকায় নয়, দেশজুড়ে উদযাপন করা হবে।
শনিবার চারুকলা অনুষদের ডাকা সভায় যোগ দেবেন কিনা জানতে চাইলে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সভায় অংশ নেব। সেখানে আরো কিছু বিষয় নিয়েও কথা বলব।”
কী নিয়ে কথা বলবেন জানতে চাইলে মানজার চৌধুরী বলেন, “আমরা তো চারুকলার বকুলতলায় সারা বছরই বিভিন্ন উৎসব আয়োজন করি। বসন্ত উৎসব, শরৎ উৎসব, নবান্ন উৎসব আয়োজন করি এবং সেগুলোর একটা দীর্ঘ ধারাবাহিকতাও আছে। এখন সেগুলো আমরা কীভাবে আয়োজন করব তা নিয়ে কথা বলব।”
ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এই উৎসবের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই। এটি সার্বজনীন একটি আয়োজন। এখানে দলমত নির্বিশেষে, সকল বর্ণ-ধর্মের মানুষ অতীতেও অংশ নিয়েছেন, আগামীতেও এটি সার্বজনীন রূপেই থাকবে।”
