বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী যাওয়া জাদুঘরটির একটি ভবন থেকে গত রোববার চার চোর প্রকাশ্য দিবালোকে ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যের রত্নসামগ্রী নিয়ে পালিয়ে গিয়েছিল।
সংগৃহিত
প্যারিসের ল্যুভ জাদুঘর থেকে রাজপরিবারের অমূল্য রত্ন চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসী গণমাধ্যম।
এর মধ্যে একজনকে চার্লস দে গল বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় আটক করা হয়, বলেছে প্যারিসের কৌঁসুলির কার্যালয়।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী যাওয়া জাদুঘরটির একটি ভবন থেকে গত রোববার চার চোর প্রকাশ্য দিবালোকে ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যের রত্নসামগ্রী নিয়ে পালিয়ে গিয়েছিল।
নিরাপত্তা ব্যবস্থার এ দুরাবস্থা যে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে পরে ফ্রান্সের বিচারমন্ত্রী তা স্বীকারও করে নিয়েছেন।
এক বিবৃতিতে প্যারিসের কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে, তবে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তা বলেনি তারা।
গ্রেপ্তারদের এখন বিশেষ পুলিশ ৯৬ ঘণ্টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে।
চুরির এ ঘটনা সংক্রান্ত অনেক তথ্য ‘আগেভাগে ফাঁস’ করে দেওয়ার সমালোচনাও করেছে কৌঁসুলির কার্যালয়। এ ধরনের কর্মকাণ্ডে চুরি যাওয়া রত্ন উদ্ধার ও চোরদের ধরার কাজে বিঘ্ন ঘটায়, বলেছে তারা।
চোরদের দলটি গত রোববার জাদুঘর খোলার অল্প সময় পর সাড়ে ৯টার দিকে ল্যুভে আসে।
তারা সেইন নদীর খুব কাছে অবস্থিত ‘অ্যাপোলোর গ্যালারি’ ভবনে বারান্দা দিয়ে ভেতরে ঢুকতে গাড়ির ওপর লাগানো একটি যান্ত্রিক মই ব্যবহার করে।
দুই চোর বিদ্যুৎচালিত এক যন্ত্রের সাহায্যে জানালা কেটে ভেতরে ঢোকেন। এরপর তারা রক্ষীদের হুমকি দিয়ে ভবনের ওই অংশ পুরোপুরি খালি করে ফেলেন। এরপর রত্নগুলো যেখানে প্রদর্শিত হচ্ছিল, তার ওপরের কাচের ঢাকনা কাটেন।
চোররা ভবনের যে তিনটি কক্ষে ঢুকেছিল, তার মধ্যে একটিতে সিসিটিভি ছিল না বলে প্রাথমিক এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
দেশটির পুলিশ জানিয়েছে, চোরের ভেতরে ছিল মিনিট চারেক। এরপর তারা বাইরে রাখা দুটি স্কুটারে চেপে ৯টা ৩৮ মিনিটের দিকে পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকে ফ্রান্সের সংস্কৃতি সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
