গত বছর আন্দোলনের মধ্যে ৩০ জুলাই ফেইসবুকে ছড়িয়েছিল প্রতিবাদ। অসংখ্য মানুষ তাদের প্রোফাইল ছবির জায়গায় লাল ছবি যুক্ত করেছিলেন।
Published : 30 Jul 2025, 08:56 PM
বিশ ফুট ব্যাসার্ধের সাদা জমিন, তাতে হাতের ছাপের মাধ্যমে আঁকা হল ‘লাল বৃত্ত’। এই প্রতীকী উপস্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্মরণ করল চব্বিশের অভ্যুত্থানের ৩০ জুলাইকে, যেদিন অসংখ্য মানুষ প্রতিবাদে-ক্ষোভে লাল করেছিল নিজেদের ফেইসবুক প্রোফাইল।
গতবছর জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যখন উত্তাল পুরো দেশ; তখন ৩০ জুলাই ফেইসবুকে ছড়িয়েছিল প্রতিবাদ। অসংখ্য মানুষ তাদের প্রোফাইল ছবির জায়গায় লাল ছবি যুক্ত করেছিলেন। সেই দিনটি মনে রাখতেই এবার শিল্পকলার ‘লাল জুলাই’ শীর্ষক এ কর্মসূচি।
বুধবার দুপুরে শিল্পকলা একাডেমির মাঠে ‘লাল জুলাই’ কর্মসূচির উদ্বোধন করেন জুলাই অভ্যুথানের শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা সাহরিয়া খান পলাশ ও মা সানজিদা খান দীপ্তি।
অনুষ্ঠানে দীপ্তি বলেন, “আজকে সেই দিন, যে দিন আমার প্রোফাইল লাল করেছিলাম। আনাসও করেছিল। আনাসের প্রোফাইল ছিল ব্লাডি জুলাই। সেই জুলাইতে আনাসের জীবনটাই চলে গেল।
“এই দিনে আমরা সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করব এবং সকল আহতদের দ্রুত সুস্থতা কামনা করব। একইসঙ্গে বাংলাদেশের সার্বিক কল্যাণ কামনা করি এবং প্রত্যেক শহীদ পরিবার যেন ধৈর্য্য ধারণ করতে পারে, সেই দোয়া করি।”
সাহরিয়া খান পলাশ বলেন, “আজকে যে লাল জুলাইয়ের কর্মসূচি আয়োজন করা হয়েছে, এর পিছনে যে রক্তগুলো ঝরেছে, তা সমস্ত বাংলাদেশের মা-বাবার সন্তানদের, মা-বাবাদের। এই রক্তের কারণেই এইদিনে ফেসবুক প্রোফাইলটা সবাই লাল করেছিল। সেটাকে ধরে রাখার জন্য জাতিকে আবার নতুন করে দেখানোর জন্য, এই দিনটাকে মনে রাখার জন্য আজকে এই অনুষ্ঠান।”
একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই আয়োজনের বৈশিষ্ট্য হল, ২০২৪ সালের ৩০ জুলাই সকলের ফেসবুক প্রোফাইল লাল রঙে বৃত্তাকার ছিল, আমরা তেমনি আজকে ২০ ফুট/২০ ফুট একটি বৃত্ত লাল রঙে রঞ্জিত করেছি।
লাল রঙে রঞ্জিত এই বৃত্তটি পরে একটি নির্ধারিত জায়গায় স্থাপন করা হবে বলে জানান আয়োজকরা।
শিল্পকলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, চারুকলা বিভাগের পরিচালক প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) আইরিন পারভীন লোপা, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের লাইট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।