আ থিং অ্যাবাউট কাশেমের’ চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন।
হতে সংগৃহিত
দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’ লস অ্যাঞ্জেলেসের একটি চলচ্চিত্র উৎসবে দুই শাখায় পুরস্কার জিতেছে।
সিনেমার প্রযোজক আরিফুর রহমান গ্লিটজকে জানিয়েছেন, এল এ (লস অ্যাঞ্জেলেস) ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনয় শিল্পী হিসেবে ইন্তেখাব দিনার ও সেরা পরিচালক হিসেবে বিজন ইমতিয়াজ পুরস্কার জিতেছেন।
১৭ মিনিট দৈর্ঘ্যের ‘আ থিং অ্যাবাউট কাশেম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন, আর গল্পে তার সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন।
প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন। সিনেমাটি তৈরি হয়েছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনসের যৌথ উদ্যোগে।

‘আ থিং অ্যাবাউট কাশেম’ সিনেমার দৃশ্য। ছবি: আরিফুর রহমানের সৌজন্যে।
পুরষ্কার প্রাপ্তির খবরে প্রতিক্রিয়া জানিয়ে বিজ্ঞপ্তিতে বিজন বলেন, “একজন চলচ্চিত্র নির্মাতার কাছে এই অর্জন অনেক আনন্দের। কিছু কিছু অভিনেতা আছেন যাদেরকে আমরা মেথড অ্যাক্টর বলি, তারা চরিত্রের গভীরে প্রবেশ করতে পছন্দ করেন। আবার এমন কিছু অভিনেতা আছেন যারা একটা সুইচ অন করার মত করে মুহূর্তেই চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারেন। দিনার ভাই তেমনই একজন অভিনেতা। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি উনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। এই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা এবং পুরস্কার দুটোই তার প্রাপ্য।”
‘আ থিং অ্যাবাউট কাশেম’ সিনেমার চিত্রনাট্যে ফুটে উঠেছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অচেনা সত্তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা।
যেখানে কাশেম চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু ও তনুশ্রী কারকুন।
সিনেমাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্কার কোয়ালিফাইং ‘রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ ‘অল্টারনেটিভ স্পিরিট’ শাখায় গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছে।
এছাড়াও স্পেনের ‘ক্যাওস্টিকা’, নিউ ইয়র্কের ‘৪৮তম এশিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত হয়েছে ‘আ থিং অ্যাবাউট কাশেম’।