মার্ডার মিস্ট্রি থ্রিলার এই সিরিজের পোস্ট প্রোডাকশন হয়েছে ভারতে।
হতে সংগৃহিত
অপরাধে ডুবে থাকা বিরলপুরে একের পর এক খুনের ঘটনা ও গোয়েন্দা তদন্তের গল্পে ওয়েব সিরিজ ‘গিরগিটি’ বানানো হয়েছে।
রাহাত মেহেদী হকের গল্পে ‘গিরগিটি’ ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন জ্যোতির্ময় রায়। পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে দেখা যাবে পাঁচ পর্বের ওয়েব সিরিজটি। বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, ১৬ অক্টোবর প্রচারে আসছে ‘গিরগিটি’।
সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাদের চৌধুরী, আশীষ খন্দকার, মোহনা মীম, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্য, শরীফ সিরাজসহ অনেকে।
সিরিজের চিত্রনাট্যে দেখানো হয়েছে শান্ত-নিরিবিলি শহর বিরলপুর এখন রক্তাক্ত অন্ধকারে ঢাকা। মাদক ও অবৈধ ব্যবসায় ডুবে থাকা শহরটির নিয়ন্ত্রণ চৌধুরী নামের এক ব্যক্তির হাতে, যিনি ক্ষমতার আড়ালে লুকিয়ে চালান অপরাধের সাম্রাজ্য। শহরে হঠাৎ একের পর এক খুন হতে শুরু করে।
খুনের তদন্তে নামে গোয়েন্দা মারুফ জামান। প্রথমে মনে হয় প্রতিশোধ নিতেই এমন হত্যাকাণ্ড। কিন্ত যত তদন্ত আগায়, রহস্য তত জটিল হয়। এরপর একদিন থানার ভেতরেই ঘটে যায় একটি হত্যাকাণ্ড।
মার্ডার মিস্ট্রির এই সিরিজটি নিয়ে নির্মাতা লস্কর নিয়াজ মাহমুদ বলেন, “সারা পৃথিবীতেই কমন কিছু ফর্মুলায় মার্ডার মিস্ট্রি থ্রিলার নির্মিত হয়। খুন হয়, সেই খুনের তদন্ত হয়, একজন ডিটেকটিভ থাকে। শার্লক হোমস থেকে ফেলুদা সব একই। কাজেই আমাদেরও এর বাইরে যাওয়ার সুযোগ নেই!
“কিন্তু আমরা ভিন্নতা আনতে পারি অন্য জায়গায়। গল্প বলায়, ফিল্ম ট্রিটমেন্টে। আমাদের চেষ্টাটা ছিল সেখানে। সচেতনভাবে খুব যত্ন আর সততা নিয়ে একটা গল্প উপহার দিতে চেয়েছি। আশা করছি দর্শকের ভালো লাগবে”
নির্মাতা বলেছেন, সিরিজের পোস্ট প্রোডাকশন হয়েছে ভারতের এসকে স্টুডিওতেভ
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, বাস্তবের গিরগিটি রং ও রূপ বদলায়, যা প্রকৃতির এক রহস্য।
“আমাদের পর্দার গিরগিটিতেও থাকবে নানা রহস্য আর উপভোগ্য একটি গল্প।”
