“লাশটি একদিকে পোড়া অন্যদিকে গলে গেছে। তবে চুল দেখে ধারণা করা হচ্ছে, এটা নারীর মরদেহ।”
সংগৃহিত
ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার ১২দিন পর আরো একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে পোড়া কারখানা থেকে লাশটি উদ্ধার করার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, “লাশটি একদিকে পোড়া অন্যদিকে গলে গেছে। তবে চুল দেখে ধারণা করা হচ্ছে, এটা নারীর মরদেহ।”
ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট ১৭ জনের লাশ উদ্ধার হল জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “একজন নারীর নিখোঁজ থাকার তথ্য মৌখিকভাবে পাওয়া গেছে। এটি সেই নারীর লাশ কি না, ডিএনএ নমুনার মাধ্যমে পরীক্ষা করে তা জানা যাবে।”
গত ১৪ অক্টোবর ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি রাসায়নিকের গুদাম এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগে। সেদিনই পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়।
মাকছুদের রহমান বলেন, “পরিস্থিতির কারণে সেখানে (কারখানা) এতদিন ঢোকা সম্ভব হয়নি। যেখান থেকে আগে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেখান থেকেই সর্বশেষ মৃত দেহটি উদ্ধার করা হয়।”
রূপনগর থানার ওসি মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত ১৬ জনের মধ্যে ১০ জনকে স্বজনরা দেখেই শনাক্ত করেন। তারপরও সবার ডিএনএ নমুনা নেওয়া হয়। গত ১৯ অক্টোবর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ওই ১৬ জন হলেন– আব্দুল আলিম (১৪), আসমা আক্তার (১৩), মুক্তা বেগম (৩০), তোফায়েল আহমেদ (২২), নাজমুল ইসলাম (৪০), নার্গিস আকতার (১৮), জয় মিয়া (২০), মোনা আক্তার সামিয়া (১৪), মাহিরা (১৪), আল মামুন (৩৮), ছানোয়ার হোসেন (২৪), ফারজানা আক্তার (১৫), মৌসুমি খাতুন (২৩), রবিউল ইসলাম (২০), নুর আলম সরকার (২৩ ) এবং খালিদ হাসান (৩০)।